Homeখবরদেশমমতার সঙ্গে দারুণ সম্পর্ক, তৃণমূলকে ফের এক বার জোরালো জোটবার্তা রাহুলের

মমতার সঙ্গে দারুণ সম্পর্ক, তৃণমূলকে ফের এক বার জোরালো জোটবার্তা রাহুলের

প্রকাশিত

কলকাতা: বাংলায় কংগ্রেস-তৃণমূলের চাপান-উতোরের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার অসমের রাজধানী গুয়াহাটি থেকে ফের বাংলায় জোট সম্ভাবনায় নতুন করে ‘অক্সিজেন’ দিলেন রাহুল স্বয়ং।

বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সদস্য দলগুলির মধ্যে ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে এখনও। তবে এ ব্যাপারে রাহুলের সাফ কথা, ইন্ডিয়া জোটে কোনও সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দলগত এবং ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো।

জোটের অন্যতম দল কংগ্রেসের ‘মর্জি’ নিয়ে গত সোমবারই ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা। মঙ্গলবার রাহুলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই জানিয়ে দেন, ‘‘আমাদের যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না।’’

পাশাপাশি মমতার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক (রিস্তা) খুবই ভালো।’’ দু’দলের নেতৃত্বের একে অপরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতার বক্তব্য, “কখনও ওদের নেতা কিছু বলছেন, কখনও আমাদের নেতা কিছু বলছেন, এমন হয়েই থাকে। এতে জোটের ওপর কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না।”

সবমিলিয়ে বাংলায় জোটপ্রক্রিয়ায় নতুন করে গতি এনে দিলেন রাহুল স্বয়ং। কিন্তু এখনও আটকে রয়েছে আসন ভাগাভাগি। এ প্রসঙ্গে তিনি জানান, আলোচনা চলছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে উত্তপ্ত গুয়াহাটি, রাহুলের বিরুদ্ধে এফআইয়ের নির্দেশ হিমন্তর

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...