কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্যরা শনিবার সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার পদ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সাধারণ নির্বাচনে দলের সফলতার জন্য রাহুলের নেতৃত্ব ও দুটি ভারত জোড়ো যাত্রায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনে, দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, “আজকের বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে আমরা বিভিন্ন বিষয় যেমন প্রচার ও গ্যারান্টি স্কিম নিয়ে বিশদ আলোচনা করেছি। আমাদের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা ও আমাদের নেতাদের ব্ল্যাকমেইল করা সত্ত্বেও আমরা সংসদীয় নির্বাচনে দুর্দান্তভাবে সফল হয়েছি।”
তিনি আরও বলেন, “CWC সর্বসম্মতভাবে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার পদ গ্রহণের জন্য অনুরোধ করেছে। নির্বাচনের সময় আমরা বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মহিলাদের সমস্যা এবং সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করেছি। এই বিষয়গুলি এখন সংসদের ভেতরে আরও কার্যকরভাবে মোকাবেলা করা প্রয়োজন। রাহুল গান্ধী সংসদে এই প্রচার চালানোর জন্য সেরা ব্যক্তি।”
ভারত জোড়ো যাত্রার সাফল্য
২০১৪ সালে ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো কংগ্রেস দল লোকসভায় বিরোধী দলনেতার পদ অর্জনের জন্য প্রস্তুত। গত দশ বছরে, ২০১৪ এবং ২০১৯ উভয় সময়েই কংগ্রেসের আসন সংখ্যা হাউজের মোট আসনের ১০% এর নিচে থাকায় তারা এই পদ অর্জনে ব্যর্থ হয়েছিল।
কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) দুটি প্রস্তাব গ্রহণ করেছে, একটিতে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার ইতিবাচক প্রভাবকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।