Homeখবরদেশরেল স্টেশনে দাঁড়িয়ে রিল্‌স বানানো ভিডিয়ো তোলা নিষিদ্ধ,  ইউটিউবার এবং ভ্লগারদের সতর্কবার্তা

রেল স্টেশনে দাঁড়িয়ে রিল্‌স বানানো ভিডিয়ো তোলা নিষিদ্ধ,  ইউটিউবার এবং ভ্লগারদের সতর্কবার্তা

প্রকাশিত

রেল স্টেশনে দাঁড়িয়ে রিল্‌স বানানো বা ভিডিয়ো তুলে ইউটিউব চ্যানেল ভরানোর অভ্যাস বহু ইউটিউবার ও ভ্লগারের রয়েছে। কিন্তু অনেকেই জানেন না, এটি যে দণ্ডনীয় অপরাধ, তা ফের এক বার স্পষ্ট করে দিল পূর্ব রেল। সম্প্রতি ইউটিউবার জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ ওঠার পর স্টেশন চত্বরে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে রেল সূত্রে খবর।

হরিয়ানার বাসিন্দা ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর ইউটিউব চ্যানেল ছিল যথেষ্ট জনপ্রিয়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গার ভিডিয়ো তুলে সেই চ্যানেলে পোস্ট করতেন তিনি। তদন্তে উঠে এসেছে, জ্যোতি পশ্চিমবঙ্গেও এসেছিলেন। কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় ঘুরে ছবি ও ভিডিয়ো তোলেন। এমনকি হাওড়া এবং শিয়ালদহ স্টেশনও তাঁর ক্যামেরাবন্দি হয়েছে, এমনটাই জানিয়েছে তদন্তকারী সংস্থা।

এই ঘটনার পর স্টেশনগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে রেল আধিকারিকদের মতে, নজরদারি আগেও চলত। কিন্তু এমন স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে তা এখন অনেক বেশি কঠোরভাবে কার্যকর হচ্ছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত বলেন, “রেলস্টেশন বা স্টেশন চত্বরে সাধারণ নাগরিক, ইউটিউবার বা ভ্লগারদের ছবি বা ভিডিয়ো তোলা নিষিদ্ধ। বিশেষ করে যদি তা বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়, তা হলে আইন লঙ্ঘনের আওতায় পড়ে। সংবাদমাধ্যমের জন্য অবশ্য আলাদা অনুমতির নিয়ম রয়েছে।”

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞাগুলি জারি রাখা হয়েছে। বিভিন্ন বড় স্টেশনে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে রেল সূত্রে জানানো হয়েছে, ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটররা যদি ভিডিও তুলতে চান, তবে তাদের যথাযথ অনুমতির প্রয়োজন হবে। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...