Homeখবরদেশরেল বোর্ডের বড়ো সিদ্ধান্ত! ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ল ১০গুণ

রেল বোর্ডের বড়ো সিদ্ধান্ত! ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ল ১০গুণ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে প্রদত্ত আর্থিক সাহায্যের পরিমাণ ১০ গুণ বাড়িয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। যা শেষ বার ২০১২ এবং ২০১৩ সালে সংশোধিত হয়েছিল।

রেল বোর্ড জানিয়েছে, এখন ট্রেন দুর্ঘটনা এবং অপ্রীতিকর কোনো ঘটনায় সম্পর্কিত মৃত ও আহত যাত্রীদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের পরিমাণ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮ সেপ্টেম্বর তারিখের একটি সার্কুলার অনুযায়ী, পথচলতি ক্ষতিগ্রস্তদের জন্যও আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হয়েছে। বিশেষ করে যাঁরা মানুষচালিত লেভেল ক্রসিং দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

রেলওয়ে বোর্ডের সার্কুলার অনুসারে, ট্রেন এবং মানবচালিত লেভেল ক্রসিং দুর্ঘটনায় নিহতদের পরিবার এখন ৫ লক্ষ টাকা পাবেন। গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। আগে এই আর্থিক অনুদানের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনায় নিহত, গুরুতর আহত এবং মাঝারি ভাবে আহতদের যথাক্রমে দেড় লক্ষ, ৫০ হাজার এবং ৫ হাজার টাকা দেওয়া হবে। যেখানে আগে এই পরিমাণ ছিল ৫০ হাজার টাকা, ২৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকা। বলে রাখা ভালো, অপ্রীতিকর ঘটনার মধ্যে রয়েছে জঙ্গি হামলা, হিংসাত্মক আক্রমণ এবং ট্রেনে ডাকাতির মতো অপরাধ।

ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে, গুরুতর আহত যাত্রীদের জন্য অতিরিক্ত আর্থিক সাহায্য ঘোষণা করা হবে। যাঁরা ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকবেন, তাঁরা এই অনুদান পাবেন। প্রতিদিন ১০ দিনের সময়কাল বা হাসপাতাল থেকে ছুটির শেষ তারিখে (যেটি আগে হবে), প্রতিদিন ৩ হাজার টাকা করে দেওয়া হবে। গুরুতর আঘাতের ক্ষেত্রে, ছয় মাসের জন্য বা হাসপাতাল থেকে ছুটি পর্যন্ত (যেটি আগে হবে) প্রতিদিন দেড় হাজার টাকা দেওয়া হবে।

পাশাপাশি, হাসপাতালে ভর্তির পরবর্তী পাঁচ মাস প্রতি ১০ দিনের শেষে অথবা ডিসচার্জের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) প্রতিদিন সাড়ে ৭০০ টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে রেল বোর্ড স্পষ্ট করেছে, “মানবহীন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে, ওভার হেড ইকুইপমেন্ট দ্বারা বিদ্যুৎস্পৃষ্ট পথচলতি ব্যক্তিদের ক্ষেত্রে” কোনো আর্থিক অনুদান দেওয়া হবে না।

আরও পড়ুন: শুধুই বৃষ্টি আর বৃষ্টি! নিম্নচাপের জেরে কোথায় কেমন থাকবে আবহাওয়া

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন। প্রায় ১২.২ মিলিয়ন কিমি পথ অতিক্রম করে এই অভিযান ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।