Homeখবরদেশরেল বোর্ডের বড়ো সিদ্ধান্ত! ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ল ১০গুণ

রেল বোর্ডের বড়ো সিদ্ধান্ত! ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ল ১০গুণ

প্রকাশিত

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে প্রদত্ত আর্থিক সাহায্যের পরিমাণ ১০ গুণ বাড়িয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। যা শেষ বার ২০১২ এবং ২০১৩ সালে সংশোধিত হয়েছিল।

রেল বোর্ড জানিয়েছে, এখন ট্রেন দুর্ঘটনা এবং অপ্রীতিকর কোনো ঘটনায় সম্পর্কিত মৃত ও আহত যাত্রীদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের পরিমাণ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮ সেপ্টেম্বর তারিখের একটি সার্কুলার অনুযায়ী, পথচলতি ক্ষতিগ্রস্তদের জন্যও আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হয়েছে। বিশেষ করে যাঁরা মানুষচালিত লেভেল ক্রসিং দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

রেলওয়ে বোর্ডের সার্কুলার অনুসারে, ট্রেন এবং মানবচালিত লেভেল ক্রসিং দুর্ঘটনায় নিহতদের পরিবার এখন ৫ লক্ষ টাকা পাবেন। গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। আগে এই আর্থিক অনুদানের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনায় নিহত, গুরুতর আহত এবং মাঝারি ভাবে আহতদের যথাক্রমে দেড় লক্ষ, ৫০ হাজার এবং ৫ হাজার টাকা দেওয়া হবে। যেখানে আগে এই পরিমাণ ছিল ৫০ হাজার টাকা, ২৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকা। বলে রাখা ভালো, অপ্রীতিকর ঘটনার মধ্যে রয়েছে জঙ্গি হামলা, হিংসাত্মক আক্রমণ এবং ট্রেনে ডাকাতির মতো অপরাধ।

ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে, গুরুতর আহত যাত্রীদের জন্য অতিরিক্ত আর্থিক সাহায্য ঘোষণা করা হবে। যাঁরা ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকবেন, তাঁরা এই অনুদান পাবেন। প্রতিদিন ১০ দিনের সময়কাল বা হাসপাতাল থেকে ছুটির শেষ তারিখে (যেটি আগে হবে), প্রতিদিন ৩ হাজার টাকা করে দেওয়া হবে। গুরুতর আঘাতের ক্ষেত্রে, ছয় মাসের জন্য বা হাসপাতাল থেকে ছুটি পর্যন্ত (যেটি আগে হবে) প্রতিদিন দেড় হাজার টাকা দেওয়া হবে।

পাশাপাশি, হাসপাতালে ভর্তির পরবর্তী পাঁচ মাস প্রতি ১০ দিনের শেষে অথবা ডিসচার্জের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) প্রতিদিন সাড়ে ৭০০ টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে রেল বোর্ড স্পষ্ট করেছে, “মানবহীন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে, ওভার হেড ইকুইপমেন্ট দ্বারা বিদ্যুৎস্পৃষ্ট পথচলতি ব্যক্তিদের ক্ষেত্রে” কোনো আর্থিক অনুদান দেওয়া হবে না।

আরও পড়ুন: শুধুই বৃষ্টি আর বৃষ্টি! নিম্নচাপের জেরে কোথায় কেমন থাকবে আবহাওয়া

সাম্প্রতিকতম

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

আরও পড়ুন

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।