রথযাত্রা মানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার নিজ নিজ রথে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোভাযাত্রা। হিন্দুধর্মের বিশেষত প্রভু শ্রী জগন্নাথদেবের ভক্তদের কাছে একটি পূর্ণ উৎসব এবং পূর্ণ তিথিও এই রথযাত্রা। এ বছর রথযাত্রা আগামী মঙ্গলবার (২০ জুন)।
কথিত রয়েছে, ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের অবতার। এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা দ্বারকা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তারপরে ভগবান জগন্নাথ তার বোনকে একটি রথে নিয়ে ঘুরেছিলেন এবং তারপর থেকে রথযাত্রা শুরু হয়েছিল।
রথযাত্রা কবে পালিত হবে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
তৃতীয়া তিথি আরম্ভ–
বাংলার– ৫ আষাঢ়, মঙ্গলবার।
ইং– ২০ জুন, মঙ্গলবার।
সময়– দিবা ১ টা ৯ মিনিট।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
তৃতীয়া তিথি শেষ–
বাংলার– ৬ আষাঢ়, বুধবার।
ইং– ২১ জুন, বুধবার।
সময়– দিবা ৩ টে ১০ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
তৃতীয়া তিথি আরম্ভ–
বাংলার– ৪ আষাঢ়, মঙ্গলবার।
ইং– ২০ জুন, মঙ্গলবার।
সময়– ঘ ১১ টা ২৫ মিনিট ১৪ সেকেন্ড।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
তৃতীয়া তিথি শেষ–
বাংলার– ৫ আষাঢ়, বুধবার।
ইং– ২১ জুন, বুধবার।
সময়– ঘ ১ টা ৯ মিনিট ১০ সেকেন্ড।