Homeখবরদেশজিও-এয়ারটেল-ভোডাফোন প্ল্যানের দাম বেড়েছে, বিএসএনএলে পোর্ট করার হুড়োহুড়ি!

জিও-এয়ারটেল-ভোডাফোন প্ল্যানের দাম বেড়েছে, বিএসএনএলে পোর্ট করার হুড়োহুড়ি!

প্রকাশিত

ভারতের টেলিকম বাজার শাসন করছে তিন বেসরকারি সংস্থা। বর্তমানে মোট ১১৯ কোটি মোবাইল গ্রাহকের মধ্যে প্রায় ১০০ কোটি লোককে ধরে রেখেছে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। তবে এই তিন সংস্থা মোবাইলের ট্যারিফ বৃদ্ধি করতেই না কি সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলে পোর্ট করানোর প্রবণতা বাড়ছে!

সম্প্রতি তিনটি টেলিকম সংস্থা নিজেদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। যা ৪ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। যা নিয়ে গ্রাহক মহলে ক্ষোভের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। বয়কট হ্যাশট্যাগ দিয়েও অনলাইন প্রতিবাদ চলছে।

সেই প্রতিবাদের সূত্র ধরে অসন্তুষ্ট গ্রাহকদের একটা অংশ নিজেদের মোবাইল নম্বর পোর্ট করানোর কথাও বলছেন। তাঁদের মতে, রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলে (BSNL)-এ পোর্ট করে নেওয়া ভালো। কারণ, বিএসএনএল সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত ট্যারিফ বৃদ্ধির পথে হাঁটবে না। যা তিন বেসরকারি সংস্থার থেকে অনেক কম। কেউ কেউ আবার এই সুযোগে ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রাণসঞ্চাররের তত্ত্ব কথাও শোনাচ্ছেন।

এ ব্যাপারে এক বিক্রেতা জানালেন, এটা সত্যি, শেষ কদিন বিএসএনএল সিমের চাহিদা বেড়েছে। কিন্তু পরিষেবার মানের দিক থেকে দেখলে এই স্রোত কতদিন বজায় থাকে সেটাও দেখার। ফাইভ-জি বাদ দিন, ফোর-জি পরিষেবা এখনও ঠিকঠাক ভাবে চালু করতে পারেনি বিএসএনএল।

এমনকী সরকারি সংস্থার একটি কর্মচারী ইউনিয়নের মতেও, সামগ্রিক ভাবে ফোর-জি এবং ফাইভ-জি পরিষেবা না থাকার কারণেই লড়াইয়ে পিছিয়ে পড়ছে বিএসএনএল।

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেখা একটি চিঠিতে বিএসএনএলইইউ – র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন, “আগে, বিএসএনএল-এর দাপটে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে শুল্ক বাড়াতে গিয়ে দুবার ভাবতে হতো। তবে চাহিদা অনুযায়ী বিএসএনএল আজ অবধি নিজের ফোর-জি এবং ফাইভ-জি পরিষেবাগুলি পর্যাপ্ত ভাবে চালু করতে পারেনি। যে কারণে তারা বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অথবা নির্বিচারে শুল্ক বৃদ্ধি রোধ করতে অক্ষম”।

আপনার কি বিএসএনএলে পোর্ট করা উচিত?

আপনি যদি রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া-র বদলে একটি সাশ্রয়ী মূল্যের বিকল্পের খোঁজ করেন, তাহলে আপনি বিএসএনএল বেছে নিতে পারেন। যাইহোক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বিএসএনএলের কভারেজ ফোর-জি নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ এবং এটি অন্যান্য টেলকোর মত ফাইভ-জি পরিষেবা অফার করে না। সুতরাং আপনি যদি শক্তিশালী নেটওয়ার্ক কভারেজের খোঁজ করেন, সেক্ষেত্রে বিএসএনএল সঠিক পছন্দ না-ও হতে পারে।

আরও পড়ুন: মোবাইলের ট্যারিফ বৃদ্ধিতে মদত আছে সরকারের? স্পষ্ট করল কেন্দ্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।