Homeখবরদেশউদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

প্রকাশিত

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারবেন। হৃষীকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস-এর (এআইআইএমএস) তরফে এ কথা ঘোষণা করা হয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকদের স্বাস্থ্য সম্পর্কে ডা. রবিকান্ত সাংবাদিকদের বলেন, “তাঁদের সব রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রক্ত পরীক্ষা করা হয়েছে, তাঁদের এক্সরে করা হয়েছে, ইসিজিও হয়েছে। সব রিপোর্ট নর্মাল। তাঁরা শারীরিক ভাবে সুস্থ এবং চিকিৎসাগত দিক থেকে স্থিতিশীল। আমরা তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছি।”

হৃষীকেশ এআইআইএমএস-এর একজিকিউটিভ ডিরেক্টর এবং সিইও অধ্যাপক মিনু সিং উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, “তাঁরা খুব স্বাভাবিক আছেন। আমরা তাঁদের রোগী বলারও পক্ষপাতী নই। তাঁরা একেবারে স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছেন। তাঁদের ব্লাড প্রেসার, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান, অক্সিজেনেশন – সব স্বাভাবিক।”

ডা. রবিকান্ত বলেন, ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর ওই শ্রমিকদের বাইরে বের করে আনা হয়। ওঁদের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার আছেল। তাই তাঁদের দু’ সপ্তাহ পরে বাড়ির কাছাকাছি আর-এক বার চেক-আপ করে নিতে বলা হয়েছে।

“তাঁদের যে সব পরীক্ষানিরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে বলা যায়, তাঁরা যে কোনো যেতে পারেন। সুড়ঙ্গে আটকে থাকলেও তাঁরা নিয়মিত খাবার পেয়েছেন। এঁদের বেশির ভাগই কমবয়সি, কেউ কেউ মাঝবয়সি। নিজেরাই নিজেদের ফিট রাখতে সাহায্য করেছেন”, বলেন ডা. রবিকান্ত।      

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রবিকান্ত বলেন, আগামী কয়েক সপ্তাহ এইমস-এর ডাক্তাররা তাঁদের সঙ্গে টেলি-মেডিসিনের মাধ্যমে যোগাযোগ রাখবেন। তাঁদের মানসিক স্বাস্থ্যের খোঁজখবর নেবেন।

উদ্ধার হওয়া শ্রমিকদের কী ভাবে বাড়ি নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে রাজ্য সরকারগুলিই সিদ্ধান্ত নেবে বলে এইমস কর্তৃপক্ষ জানায়।

উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ১৫ জনই ঝাড়খণ্ডের এবং ৫ জন বিহারের। তাঁদের যে কোনো সময়ে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে যে হেতু ওই দুই রাজ্যের নোডাল অফিসাররা হৃষীকেশেই রয়েছেন।

বাকি শ্রমিকদের মধ্যে ৮ জন উত্তরপ্রদেশের, ৫ জন বিহারের, ৩ জন পশ্চিমবঙ্গের, অসম ও উত্তরাখণ্ড থেকে ২ জন করে এবং ১ জন হিমাচল প্রদেশের। এঁদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির।

আরও পড়ুন 

সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করে মুন্না, ফিরোজরা মনে করিয়ে দিলেন জন হেনরিকে – ‘শ্রমিকের জয়গান কান পেতে শোন ওই…’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।