Homeখবরদেশউদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

প্রকাশিত

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারবেন। হৃষীকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস-এর (এআইআইএমএস) তরফে এ কথা ঘোষণা করা হয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকদের স্বাস্থ্য সম্পর্কে ডা. রবিকান্ত সাংবাদিকদের বলেন, “তাঁদের সব রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রক্ত পরীক্ষা করা হয়েছে, তাঁদের এক্সরে করা হয়েছে, ইসিজিও হয়েছে। সব রিপোর্ট নর্মাল। তাঁরা শারীরিক ভাবে সুস্থ এবং চিকিৎসাগত দিক থেকে স্থিতিশীল। আমরা তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছি।”

হৃষীকেশ এআইআইএমএস-এর একজিকিউটিভ ডিরেক্টর এবং সিইও অধ্যাপক মিনু সিং উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, “তাঁরা খুব স্বাভাবিক আছেন। আমরা তাঁদের রোগী বলারও পক্ষপাতী নই। তাঁরা একেবারে স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছেন। তাঁদের ব্লাড প্রেসার, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান, অক্সিজেনেশন – সব স্বাভাবিক।”

ডা. রবিকান্ত বলেন, ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর ওই শ্রমিকদের বাইরে বের করে আনা হয়। ওঁদের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার আছেল। তাই তাঁদের দু’ সপ্তাহ পরে বাড়ির কাছাকাছি আর-এক বার চেক-আপ করে নিতে বলা হয়েছে।

“তাঁদের যে সব পরীক্ষানিরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে বলা যায়, তাঁরা যে কোনো যেতে পারেন। সুড়ঙ্গে আটকে থাকলেও তাঁরা নিয়মিত খাবার পেয়েছেন। এঁদের বেশির ভাগই কমবয়সি, কেউ কেউ মাঝবয়সি। নিজেরাই নিজেদের ফিট রাখতে সাহায্য করেছেন”, বলেন ডা. রবিকান্ত।      

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রবিকান্ত বলেন, আগামী কয়েক সপ্তাহ এইমস-এর ডাক্তাররা তাঁদের সঙ্গে টেলি-মেডিসিনের মাধ্যমে যোগাযোগ রাখবেন। তাঁদের মানসিক স্বাস্থ্যের খোঁজখবর নেবেন।

উদ্ধার হওয়া শ্রমিকদের কী ভাবে বাড়ি নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে রাজ্য সরকারগুলিই সিদ্ধান্ত নেবে বলে এইমস কর্তৃপক্ষ জানায়।

উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে ১৫ জনই ঝাড়খণ্ডের এবং ৫ জন বিহারের। তাঁদের যে কোনো সময়ে বাড়ি নিয়ে যাওয়া হতে পারে যে হেতু ওই দুই রাজ্যের নোডাল অফিসাররা হৃষীকেশেই রয়েছেন।

বাকি শ্রমিকদের মধ্যে ৮ জন উত্তরপ্রদেশের, ৫ জন বিহারের, ৩ জন পশ্চিমবঙ্গের, অসম ও উত্তরাখণ্ড থেকে ২ জন করে এবং ১ জন হিমাচল প্রদেশের। এঁদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির।

আরও পড়ুন 

সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করে মুন্না, ফিরোজরা মনে করিয়ে দিলেন জন হেনরিকে – ‘শ্রমিকের জয়গান কান পেতে শোন ওই…’

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

ধর্ষণ আইনে ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে 'বৈবাহিক ধর্ষণ'কে ধর্ষণ আইনে অপরাধ হিসেবে...

পরিচয় গোপন করে ভিন ধর্মে বিয়ের অভিযোগ, যুবককে যাবজ্জীবন, অভিযুক্তের বাবাকেও দুই বছরের কারাদণ্ড

উত্তরপ্রদেশের বরেলিতে ২৫ বছর বয়সি এক মুসলিম ব্যক্তিকে পরিচয় গোপন করে আন্তঃধর্মীয় বিয়ে করার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?