Homeখবরদেশনেতাজি বামপন্থী, বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে বিস্তর ফারাক, বললেন কন্যা অনিতা বসু পাফ

নেতাজি বামপন্থী, বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে বিস্তর ফারাক, বললেন কন্যা অনিতা বসু পাফ

প্রকাশিত

নেতাজি-আরএসএস-এর মধ্যে মতাদর্শগত ব্যবধান বিস্তর। সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে এক সাক্ষাৎকারে জানালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। তাঁর মতে নেতাজি ছিলেন বামপন্থী আর আরএসএস দক্ষিণপন্থী।

২৩ জানুয়ারি কলকাতায় নেতাজির জন্মদিন পালনের আয়োজন করছে আরএসএস। ওই দিন শহিদ মিনারে এক সভায় ভাষণ দেবেন সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর আগে অনিতা বসু পাফের এই মন্তব্য অস্বস্তিতে ফেলল হিন্দুত্ববাদী সংগঠনটিকে। সুভাষ কন্যা সরাসরি জানিয়ে দিয়েছেন, নেতাজি সব সম্প্রদায়কে সম্মান জানানোতে বিশ্বাসী। কিন্তু আরএসএস বিজেপি কেউ তা বিশ্বাস করে না।

পিটিআইকে তিনি বলেন, ‘আরএসএস ও বিজেপির মধ্যে সব সম্প্রদায়কে সম্মান জানানোর ভাব দেখতে পাই না। যদি খুব সহজ ভাবে বলি তাহলে বলতে হয়, নেতাজি ছিলেন বামপন্থী। আর ওরা দক্ষিণপন্থী।’

তিনি আরও বলেন, ‘আরএসএসের মতাদর্শ সম্পর্কে যা শুনতে পাই, তা থেকে বলতে পারি যে, নেতাজির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর। এই দুই মতাদর্শ কখনওই এক সঙ্গে যায় না। বহু গোষ্ঠী নিজেদের মতো করে নেতাজির জন্মদিন পালন করতে চায়। তার বেশির ভাগের সঙ্গেই নেতাজির মতাদর্শগত মিল রয়েছে।’

এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয় নেতাজি কি আরএসএসের সমালোচক ছিলেন? এর জবাবে অনিতা বসু পাফ বলেন, ‘ এ নিয়ে নেতাজির কোনও কথা আমি বলতে পারব না। তিনি আরএসএস সদস্যদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেও থাকতে পারেন। আমি এটা জানি নেতাজির মতাদর্শ কী ছিল আরএসএস কী চায়। দুই মূল্যবোধ কখনও একসঙ্গে যায় না।’

অনিতাকে প্রশ্ন করা হয়, নেতাজির মতাদর্শের কাছাকাছি রয়েছে ভারতের কোন রাজনৈতিক দল? তিনি বলেন, ‘নেতাজির সঙ্গে কংগ্রেসের মতাদর্শের অনেক কিছু মেলে।’

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে