অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এসসিও বৈঠকে ভারত-পাকিস্তান এক মঞ্চে…
নয়াদিল্লি: আগামী ১৫-১৬ অক্টোবর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে পারেন তিনি।
গত ৩০ আগস্ট, পাকিস্তান থেকে একটি আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। যাতে ভারতকে এসসিও কাউন্সিল অফ হেডস অব গভর্নমেন্টের বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। এই বৈঠকটি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
বর্তমানে এসসিও কাউন্সিল অব হেডস অফ গভর্নমেন্টের (সিএইচজি) রোটেটিং চেয়ারম্যানশিপ রয়েছে পাকিস্তানের যাতে। সেই প্রেক্ষাপটে তারা দুই দিনব্যাপী এসসিও হেডস অব গভর্নমেন্ট বৈঠকের আয়োজন করছে। এই সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন রাউন্ডের বৈঠক হবে, যেখানে আর্থিক, অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং মানবিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে।
এসসিও ২০০১ সালে সাংহাইতে একটি সম্মেলনে রাশিয়া, চিন, কিরঘিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৭ সালে ভারত এবং পাকিস্তান এর স্থায়ী সদস্য হয়। গত বছর জুলাই মাসে, ইরান ভারতের আয়োজিত একটি ভার্চুয়াল সম্মেলনের সময় এসসিও-র স্থায়ী সদস্যপদ লাভ করে।
এসসিও বর্তমানে একটি প্রভাবশালী অর্থনৈতিক ও নিরাপত্তা ব্লক হিসেবে গড়ে উঠেছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তঃআঞ্চলিক আন্তর্জাতিক সংগঠন। গত বছর ভারত এসসিও সম্মেলনের আয়োজন করেছিল, যা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভিডিও লিংকের মাধ্যমে সেই সম্মেলনে যোগ দেন।