মুম্বই: দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই শেষ। মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে মারা গেলেন সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুব্রত রায়। তাঁর বয়স হয়েছিল ৭৫।
গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় সুব্রত রায়কে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেলেন স্ত্রী স্বপ্না রায় এবং দুই ছেলে, সুশান্ত রায় এবং সীমান্ত রায়কে। তাঁরা বিদেশে থাকেন।
সহারা ইন্ডিয়া পরিবারের পক্ষে বিবৃতি দিয়ে বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। বহু দিন ধরেই ক্যানসার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, মধুমেহ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছে সমাজবাদী পার্টি (সপা)।
১৯৪৮ সালে বিহারের আরারিয়ায় জন্মগ্রহণ করেন সুব্রত রায়। ১৯৭৮ সালে সাহারা ইন্ডিয়া পরিবার শুরু করে ব্যাপক সাফল্য আসে। মাত্র ২ হাজার টাকার মূলধন দিয়ে শুরু। তার পর সংস্থার উত্থান রূপকথার গল্পের মতোই। পরে তাঁর পরিবার বিহার থেকে উত্তরপ্রদেশের গোরখপুরে চলে আসে। পরবর্তীকালে, নব্বইয়ের দশকে সুব্রত রায় লখনউতে স্থানান্তরিত হন। ওই শহরেই নিজের সংস্থার সদর দফতর তৈরি করেন।
তবে,”সাহারা চিট ফান্ড কেলেঙ্কারি”তে জড়িয়ে সংস্থার কাঠামো ভেঙে পড়ে। ২০০২ সালে সেবি সুপ্রিম কোর্টে জানায় যে, সহারা গ্রুপ কোম্পানিজ বেআইনি ভাবে বাজার থেকে ৩৫০ কোটি ডলার তুলেছে। সহারা কর্তৃপক্ষ যদিও দাবি করেন, যে লক্ষ লক্ষ ভারতীয় ব্যাঙ্কিং পরিষেবার বাইরে ছিলেন, তাঁদের বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন তাঁরা। এই মামলায় ২০১৪ সালের মার্চে জেলে পাঠানো হয় সহারা কর্তাকে। প্রায় দু’বছর জেলে থাকার পর ২০১৬ সালে প্যারোলে বেরিয়ে আসেন সুব্রত।
আরও পড়ুন: সেমিফাইনালে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’, নিউজিল্যান্ড শিবিরে এই ভারতীয় বোলারকে নিয়ে আশঙ্কা