কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস প্রত্যাহার করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাঁদের বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিস তুলে নিতে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এই মুহূর্তে চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন অভিষেক। এরইমধ্যে তাঁর বিদেশযাত্রা মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি হয়।
এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বা তাঁর আত্মীয়দের বিমানবন্দরে আটকানোর ঘটনা ঘটে। সেক্ষেত্রে অভিষেকের জন্য তদন্তকারীদের এ রকম কোনো বিধিনিষেধ আছে কি না, তা নিয়েও সংশয় আছে। সুপ্রিম কোর্টের বিচারপতি কউল এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা লুকআউট নোটিস প্রত্যাহারেরও কথা বলেন।
এ দিন ইডি সুপ্রিম কোর্টে জানায়, অভিষেকের বিদেশযাত্রায়ও কোনও বাধা নেই। ইডিকে এক সপ্তাহ আগে জানালেই হবে। এই মুহূর্তে অভিষেক চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন। এই বিদেশযাত্রা নিয়ে তিনি ইডি এবং আদালতকে আগে থেকে জানিয়েছিলেন।
ইডি-র উদ্দেশে বিচারপতি কউল বলেন, “যদি লুক আউট নোটিস থাকে, তবে প্রত্যাহার করে নিন।…কেউ বিদেশ যেতে চাইল, আপনারা অনুমতি দিয়ে দিলেন। কিন্তু লুক আউট নোটিসের বিষয়টি উঠলে বুঝতে হবে, তাঁকে আটকানো হচ্ছে। একই সঙ্গে দু’টি বিষয় কী ভাবে হতে পারে? আপনারা নিজেদের সময় নষ্ট করছেন। আবার আদালতেরও সময় নষ্ট করা হচ্ছে”।
একইসঙ্গে এ দিনের শুনানিতে আদালত জানিয়েছে, বিদেশ যেতে হলে অভিষেক-রুজিরাকে সাত দিন আগে তদন্তকারী সংস্থার কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে।
আরও পড়ুন: মণিপুর হিংসার ঘটনায় ৬টি এফআইআর সিবিআই-এর, গ্রেফতার অন্তত ১০