Homeখবরদেশমহারাষ্ট্রের নতুন মন্ত্রীসভায় চাই স্বরাষ্ট্র দফতর, আনুষ্ঠানিক ভাবে দাবি একনাথ শিন্ডের শিবসেনার

মহারাষ্ট্রের নতুন মন্ত্রীসভায় চাই স্বরাষ্ট্র দফতর, আনুষ্ঠানিক ভাবে দাবি একনাথ শিন্ডের শিবসেনার

প্রকাশিত

মহারাষ্ট্রে সরকার গঠনের আলোচনা তুঙ্গে। এরই মধ্যে শনিবার একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি জানিয়েছে। শিন্ডে এই দাবিকে “ন্যায্য এবং স্বাভাবিক” বলে উল্লেখ করেছেন।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে মহাযুতির তিন প্রধান নেতা— দেবেন্দ্র ফড়নবীস, একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার— মুম্বাইতে ফিরেছেন। শিন্ডে জানান, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে শাহ ও বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে “ইতিবাচক আলোচনা” হয়েছে।

নয়াদিল্লি থেকে মুম্বই ফিরে যাওয়ার আগে শিন্ডে সাংবাদিকদের জানান, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের বিষয়ে সিদ্ধান্ত “এক-দু’দিনের মধ্যেই” নেওয়া হবে। তিনি বলেন, “আমরা আলোচনা করেছি এবং তা অব্যাহত থাকবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।” শিন্ডে আরও জানান, তিনি সরকার গঠনে কোনও বাধা হবেন না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সিদ্ধান্ত মেনে চলবেন।

সূত্রের খবর, বিজেপি নতুন মন্ত্রীসভায় ১৭ জন মন্ত্রী মনোনীত করতে পারে, যেখানে পুরনো এবং নতুন মুখের সমন্বয় থাকবে। শিন্ডের শিবসেনা থেকে ৯ জন এবং অজিত পওয়ার শিবির থেকে ৭ জন মন্ত্রী থাকতে পারেন।

এই প্রস্তাবিত মন্ত্রীসভা নিয়ে মহাযুতির মধ্যে আলোচনা চলতে থাকায়, শিবসেনার স্বরাষ্ট্রমন্ত্রক দাবির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি, শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপিকে নিয়ে গঠিত মহাযুতি জোট ২৩০টি আসন দখল করেছে। তার মধ্যে বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। শিবসেনা ও এনসিপির আসনসংখ্যা যথাক্রমে ৫৭ ও ৪১। ফলে বিজেপি এনসিপির সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১৪৫ আসন পার হয়ে যাবে, যা শিন্ডের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে অচলাবস্থা, একনাথ শিন্ডের ‘ডেপুটি’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল…

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...