Homeখবরদেশছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

প্রকাশিত

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে নিহত ছয় মাওবাদীর। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে জোর সংঘর্ষ বাঁধে।

বাহিনী ও মাওবাদী সংঘর্ষের তথ্য জানিয়ে, এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মহিলা-সহ ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে (অন্য মতে দুই মহিলা)। তথ্য অনুসারে, বিজাপুর জেলার চিকুরবাট্টি-পুসবাকার কাছে জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে একটি গুলির লড়াই হয়েছে।

ডিআরজি, সিআরপিএফ ২২৯, কোবরা দল এই অভিযান চালিয়ে ছিল বলে জানা যায়। ওই আধিকারিক আরও জানান, এনকাউন্টার শেষ হওয়ার পরে, ঘটনাস্থল থেকে একজন মহিলা-সহ ছয় মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে ঘটনাস্থলে।

উল্লেখযোগ্য ভাবে, তিন গ্রামবাসীকে হত্যার পর, নিরাপত্তা বাহিনীর একটি দল পোলামপল্লি, চিকুরবাট্টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। সে সময় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। বলে রাখা ভালো, বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে।

সম্প্রতি, মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, “আগের কংগ্রেস সরকারের সময়ে নকশাল বিরোধী অভিযান খুবই দুর্বল ছিল। আমরা এমনটাও শুনেছি যে মাওবাদীরা বলত এটা আমাদের সরকার। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে আমাদের ডাবল ইঞ্জিন সরকার লড়াই জোরদার করেছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী (বিজয় শর্মা)ও এটা নিয়ে উদ্বিগ্ন। তবে আমরা একটি বিকল্প পথও নিয়েছি। যেখানে কোনো মাওবাদী যদি আত্মসমর্পণ করতে চায়, তাহলে আমরা তাদের সঙ্গে ন্যায্য বিচার করব। এছাড়াও, তাদের (মাওবাদীদের) জন্যও দরজা খোলা রয়েছে। তারা যাতে বন্দুক ছেড়ে দেয় এবং উন্নয়নের মূল স্রোতে যোগ দেয়, সেই আলোচনা করতে রাজি রয়েছি।”

আরও পড়ুন: ফের কুকথা দিলীপ ঘোষের, নাম না করে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

২৫ আগস্ট থেকে হাওড়া থেকেই ছাড়বে ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস, সময়সূচিতে পরিবর্তন

বাঙালির ভরসার ট্রেন ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস আর শালিমার নয়, এবার থেকে ছাড়বে হাওড়া স্টেশন থেকে। ২৫ আগস্ট থেকে চালু হচ্ছে নতুন রুটিন, পরিবর্তন হয়েছে সময়সূচিও।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে