Homeখবরদেশকানোয়ার যাত্রারুটে খাবারের দোকানে মালিকের নাম ঝোলানোর নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

কানোয়ার যাত্রারুটে খাবারের দোকানে মালিকের নাম ঝোলানোর নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: কানোয়ার যাত্রারুটে যে সব খাবারের দোকান পড়ে সেখানে দোকানের মালিকের নাম ঝুলিয়ে রাখার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল শীর্ষ আদালত।

অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত বলেছে, উত্তরপ্রদেশ পুলিশ দোকানের মালিকদের এভাবে তাঁদের নাম ঝোলাতে বাধ্য করতে পারে না। তারা বরং খাবারের তালিকা ঝোলানোর কথা বলতে পারে।

শীর্ষ আদালত বলেছে, “কানোয়ার যাত্রার রুটে খাবারের দোকানের মালিকদের দোকানের বাইরে তাঁদের নাম ঝোলাতে বাধ্য করবেন না।” উত্তরপ্রদেশের নির্দেশের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ আরও যাঁরা আবেদন জমা দিয়েছেন, সোমবার তাঁদের সেই সব আবেদনের শুনানি চলে বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাটকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে।

ওই সব আবেদনে বলা হয়েছে, রাজ্য সরকারের ওই নির্দেশ ধর্মনিরপেক্ষতার বিরোধী এবং এতে সংবিধানের ধারা লঙ্ঘিত হয়েছে। এ বিষয়ে জবাব চেয়ে ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং মধ্যপ্রদেশ সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে।

উত্তরপ্রদেশ সরকার ২০ জুলাই কানোয়ার যাত্রারুটে খাবারের দোকানে মালিকদের নাম ঝোলানোর নির্দেশ জারি করে। এই নির্দেশের বিরুদ্ধে শুধু বিরোধী দলগুলিই নয়, কেন্দ্রের জোট সরকারের শরিক বিজেপির তিন সহযোগী দলও আক্রমণ শানায়। ওই তিন দল হল লোক জনশক্তি পার্টি, রাষ্ট্রীয় লোকদল এবং জনতা দল (ইউনাইটেড)। তাদের দাবি, ওই নির্দেশ প্রত্যাহার করতে হবে।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ‘অ্যাসোসিয়েশন অফ প্রোটেকশন অফ সিভিল রাইটস’ (এপিসিআর), রাজনৈতিক ধারাভাষ্যকার অপূর্বানন্দ ও রাজনৈতিক কর্মী আকর পটেল এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে আবেদন পেশ করেন। এ ব্যাপারে ২৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন

কানোয়ার যাত্রারুটে খাবারের দোকান নিয়ে নির্দেশের সমালোচনায় বিজেপির তিন শরিক, দাবি উঠল প্রত্যাহারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...