Home খবর দেশ ১৪টি পণ্য বাজার থেকে সরালো পতঞ্জলি, সুপ্রিম কোর্টে জানাল সংস্থা, কোনগুলি জেনে...

১৪টি পণ্য বাজার থেকে সরালো পতঞ্জলি, সুপ্রিম কোর্টে জানাল সংস্থা, কোনগুলি জেনে নিন

যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়েছে, ১৪টি পণ্যের বিক্রি বন্ধ করেছে তারা। উত্তরাখণ্ড সরকার ওই পণ্যগুলির উৎপাদন লাইসেন্স বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পতঞ্জলি জানিয়েছে, ৫,৬০৬টি ফ্র্যাঞ্চাইজি স্টোরকে এই পণ্যগুলি প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই ১৪টি পণ্যের বিজ্ঞাপন মুছে ফেলার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি হিমা কোহলি এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই মামলার শুনানি করবে আগামী ৩০ জুলাই।

উত্তরাখণ্ডের লাইসেন্সিং কর্তৃপক্ষ একটি হলফনামায় জানিয়েছে যে, ওষুধ এবং ম্যাজিক রেমেডিস (অবাঞ্ছিত বিজ্ঞাপন) আইন, ১৯৫৪-এর বারবার লঙ্ঘনের কারণে এই বাতিলের আদেশ জারি করা হয়েছে। ১৪টি পণ্যের উৎপাদন লাইসেন্স অবিলম্বে বাতিল করা হয়েছে ৩০ এপ্রিল থেকে। এই পণ্যগুলি হল:

স্বসারি গোল্ড

স্বসারি ভাটি

ব্রঙ্কোম

স্বসারি প্রভাহী

স্বসারি আভলেহ

মুক্তাভাটি এক্সট্রা পাওয়ার

লিপিডোম

বিপি গ্রিট

মধুগ্রিট

মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার

লিভামৃত অ্যাডভান্স

লিভোগ্রিট

আইগ্রিট গোল্ড

পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ

হাথরস পদপিষ্ট-কাণ্ড গেল সুপ্রিম কোর্টে, শুনানি শুক্রবার

বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে রামদেবের সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল আইএমএ। আইএমএ-র অভিযোগ ছিল, পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছিল। অভিযোগ ছিল, কোভিড প্রতিরোধী না-হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version