খবর অনলাইন ডেস্ক: হাথরস পদপিষ্ট-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে রিট আবেদন জমা দেওয়া হয়েছে, তা নিয়ে আগামী শুক্রবার শুনানি হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার ‘মৌখিক ভাবে উল্লেখ করা’র সময় সুপ্রিম কোর্টকে জানান, ‘হাথরস পদপিষ্টে মৃত্যুর মামলা’টি বিচারবিভাগীয় শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি শুক্রবার শুনানির দিন ধার্য করেছে।
হাথরসের মর্মান্তিক ঘটনার তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এক রিট আবেদন দাখিল করেন। ওই রিট আবেদনেরই শুনানি হবে শুক্রবার ১২ জুলাই।
আবেদনকারী দাবি জানিয়েছেন, ঘটনা সম্পর্কে একটা স্ট্যাটাস রিপোর্ট পেশ কোর্টে হবে উত্তরপ্রদেশ সরকারকে এবং প্রশাসনিক অফিসার-সহ যাঁরা ওই ঘটনার দায়ী বলে চিহ্নিত হবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট যাতে একটা গাইডলাইন তৈরি করে দেয়, তার জন্য আবেদনে অনুরোধ করা হয়েছে।
হাথরস ঘটনার তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল সিং তথা ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট-কাণ্ডের মূল কারণ হিসাবে মাত্রাতিরিক্ত ভিড়কেই চিহ্নিত করেছে।
আগরা জোনের অ্যাডিশনাল ডিরেক্টর অফ পুলিশ অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড়ের ডিভিশনাল কমিশনার চৈত্র ভি-কে নিয়ে গঠিত ‘সিট’ মঙ্গলবার তাদের রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা দিয়েছে। রিপোর্টের বিস্তারিত এখনও জানা যায়নি। কিছু খবরে বলা হয়েছে, ‘সিট’ বলেছে স্বঘোষিত গডম্যান ও তাঁর সহযোগীদের এই মর্মান্তিক ঘটনা এড়ানো উচিত ছিল।
গত মঙ্গলবার হাথরসে নারায়ণ সাকার হরি তথা ভোলে বাবার ধর্মসভায় পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়, আহত হন বহু। এই ঘটনাকে কিছু সমাজবিরোধী মানুষের চক্রান্ত বলে দাবি করেছেন ভোলে বাবার আইনজীবী।
আরও পড়ুন
ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের গাফিলতি, হাথরাস কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা দিল সিট