Homeখবরদেশশ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় মসজিদের জমি সমীক্ষা স্থগিত করল না সুপ্রিম কোর্ট

শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় মসজিদের জমি সমীক্ষা স্থগিত করল না সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি জমি বিবাদে আরেক মোড়। বিতর্কিত জমির সমীক্ষায় অনুমোদনের নির্দেশে স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেওয়া যাবে না।

হিন্দু সংগঠনগুলি দাবি করেছে, উত্তরপ্রদেশের মথুরার শাহী ইদগাহ মসজিদটি ভগবান কৃষ্ণের জন্মস্থানে নির্মিত হয়েছিল। সেটাই খতিয়ে দেখতে একটি সমীক্ষার দাবি করেছিল তারা। গত বছরের ডিসেম্বরে স্থানীয় একটি আদালত দাবিটি স্বীকার করলেও মুসলিমপক্ষ হাইকোর্টে আপত্তি জানায়।

শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ইদগাহ চত্বরের প্রাথমিক সমীক্ষার অনুমতি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সেই আদেশকে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মসজিদ কমিটি। এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং এসভিএন ভাট্টির একটি বেঞ্চ মসজিদ কমিটির আবেদন প্রত্যাখ্যান করে। বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের আদেশ অব্যাহত থাকবে এবং হাইকোর্ট বিষয়টি নিয়ে এগিয়ে যাবে।

বলে রাখা ভালো, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর, ২০২৩) একটি যুগান্তকারী সিদ্ধান্তে, এলাহাবাদ হাইকোর্ট মথুরার শাহী ইদগাহ চত্বরে একটি বৈজ্ঞানিক সমীক্ষা পরিচালনার অনুমোদন দিয়েছে। শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির এবং শাহী ইদগাহ মসজিদের মধ্যে বিরোধের রায় শোনাতে গিয়ে বিতর্কিত জায়গা জরিপের নির্দেশ দিয়েছেন বিচারপতি মায়াঙ্ক কুমার জৈন। অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে সমীক্ষা করার দাবি মঞ্জুর করেছে আদালত।

ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ও তাঁর সঙ্গে ৭ জন এই মামলাটি দায়ের করেছিলেন। হিন্দুসেনার দাবি, সপ্তদশ শতকে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে শাহি ইদগাহ মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদের অপসারণের দাবি তোলা হয়েছে হিন্দুসেনার তরফে। আর তার জেরে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, ১৬৬৯-১৬৭০ সালে মুঘল আমলে সম্রাট ঔরাঙ্গজেব শ্রীকৃষ্ণ জন্মভূমিতে কাতরা কেশবদেবের মন্দিরের ১৩.৩৭ একর জমিতে এই মসজিদ গড়েন। যদিও হিন্দুসেনার সেই দাবি খারিজ করে মথুরা আদালত। পরে শাহী ইদগাহ মসজিদ সমীক্ষার নির্দেশ দেয় মথুরার এক আদালত। এরপর বৃহস্পতিবার এসেছে এলাহাবাদ হাইকোর্টের এই বড় বার্তা।

হাইকোর্টের রায়ের পর হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন, “একজন অ্যাডভোকেট কমিশনারের মাধ্যমে শাহি ইদগাহ মসজিদের সমীক্ষার দাবি জানিয়েছিলাম আমরা। এলাহাবাদ হাইকোর্টে সেই আবেদন অনুমোদিত হয়েছে। পুরো প্রক্রিয়া কেমন ভাবে চলবে, সে ব্যাপারে ১৮ ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে, লখনউয়ের বাসিন্দা রঞ্জনা অগ্নিহোত্রী শ্রীকৃষ্ণ জন্মভূমির ১৩.৩৭ একর জমির মালিকানার দাবিতে মামলা করেছিলেন। সেই মামলায়, শ্রীকৃষ্ণ জন্মভূমিতে নির্মিত শাহী ইদগাহ মসজিদটি অপসারণের দাবি করেছিলেন আবেদনকারী।

আরও পড়ুন: সাংসদপদ খারিজের বিরুদ্ধে মহুয়া মৈত্রের মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?