Homeখবরদেশবিশেষ ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা বাধ্যতামূলক নয়! তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম...

বিশেষ ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা বাধ্যতামূলক নয়! তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশিত

নয়াদিল্লি: যদি কোনো বিয়ে ভেঙে যাওয়ার পথে থাকে, তা হলে নিজের পক্ষ থেকে দ্রুত বিবাহবিচ্ছেদের সায় দিতে পারে আদালত। সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত এই নির্দেশ দিতে পারে।

১৪২ অনুচ্ছেদের অধীনে সম্পূর্ণ ন্যায়বিচার করার অধিকার

বিচারপতি এসকে কউলের ​​নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছে, সে ক্ষেত্রে পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা করার বিধিবদ্ধ প্রয়োজনীয়তারও দরকার হবে না। একটি বিশেষ পরিস্থিতিতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে সম্পূর্ণ ন্যায়বিচার করার ক্ষমতা রয়েছে আদালতের।

কউল ছাড়াও এই বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না, এ এস ওকা, বিক্রম নাথ এবং জেকে মহেশ্বরীও ছিলেন। বেঞ্চ বলেছে যে, “আমাদের অনুসন্ধানের সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা যদি দেখি কোনও ভেঙে যাওয়া বৈবাহিক সম্পর্ক যদি আর কোনো ভাবেই মেরামত করা সম্ভব না হয়, তবেই এই বিশেষ অধিকার প্রয়োগ করবে আদালত। এটা মোটেই সর্বজনীন নীতি বা মৌলিক নীতি লঙ্ঘন করবে না”।

- বিজ্ঞাপন -

সময়ের আগে বিবাহবিচ্ছেদে গুরুত্ব আর যে সব বিষয়ে

তবে এমন প্রেক্ষিতে আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। যেগুলির মধ্যে অন্যতম, বিবাহবিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব কে নেবেন, সম্পত্তির ভাগ কে পাবেন, ইত্যাদি। এ সব কিছু খতিয়ে দেখেই আদালতই ঠিক করবে বিবাহবিচ্ছেদের আর্জিটির দ্রুত মীমাংসা হওয়া প্রয়োজন কিনা।

বলে রাখা ভালো, এত কাল অবধি হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুসারে কোনও ব্যক্তি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করলে তা মঞ্জুর হতে ৬ মাস সময় লাগত। পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের জন্য বাধ্যতামূলক অপেক্ষার সময়টি দূর করা যেতে পারে কিনা, সে বিষয়েই আলোকপাত করেছে সর্বোচ্চ আদালত। শুনানির সময়, বেঞ্চ এই বিষয়টি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে যে অপরিবর্তনীয় ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা কোনো বৈবাহিক সম্পর্ক নির্ধারিত সময়ের আগেই ভেঙে দেওয়া যায় কিনা।

রায় ঘোষণা করার সময়, বেঞ্চ বলেছে, সংবিধানের অনুচ্ছেদ ১৪২(১)-এর অধীনে সুপ্রিম কোর্টকে ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ করার ক্ষমতা দেওয়া হয়েছে। যা নিয়ে কখনও সন্দেহ বা বিতর্ক ছিল না। বেঞ্চের পক্ষে কথা বলতে গিয়ে বিচারপতি খান্না বলেন, “আমরা মনে করি যে এই আদালতের দু’টি রায়ে উল্লেখিত প্রয়োজনীয়তা ও শর্তাবলী সাপেক্ষে ৬ মাসের সময়সীমা বাতিল করা যেতে পারে।”

উল্লেখ্য, মামলাটি সাত বছর আগে বিচারপতি শিব কীর্তি সিং এবং আর ভানুমতি (উভয় অবসরপ্রাপ্ত)-র একটি ডিভিশন বেঞ্চ মামলাটি একটি পাঁচ বিচারপতির বেঞ্চে স্থানান্তরের উল্লেখ করেছিল। যুক্তি শোনার পর, সাংবিধানিক বেঞ্চ গত বছরের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিজের রায় সংরক্ষণ করেছিল।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত

সাম্প্রতিকতম

তাপপ্রবাহ শেষ! বৃষ্টির পালা শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গে

শ্রয়ণ সেন শুক্রবার পশ্চিমবঙ্গের বেশির ভাগ জেলা থেকে তাপপ্রবাহ বিদায় নিয়েছে। আশা করা যায় যে...

অধীরের ‘বিজেপিকে ভোট দেওয়া ভালো’ ভিডিয়োর নেপথ্যে কোন রহস্য? কী বলছে রাজ্য পুলিশ

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। আট সেকেন্ডের সেই ভিডিয়োয় প্রদেশ কংগ্রেস সভাপতি...

আইপিএল ২০২৩-২৪: বেঙ্কটেশের ব্যাটিং আর স্টার্কের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ১৬৯ (বেঙ্কটেশ আইয়ার ৭০, মনীশ পাণ্ডে ৪২, জসপ্রীত বুমরাহ ৩-১৮,...

আইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে নিস্তব্ধ করতে    

খবর অনলাইন প্রতিনিধি: আজ শনিবার দেশীয় ফুটবলে মহারণ। আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার...

আরও পড়ুন

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...