Homeখবরদেশস্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, 'ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব'

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

প্রকাশিত

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ উধাও হয়ে গিয়েছে। পুলিশের বাজেয়াপ্ত করা সিসিটিভিতে ঘটনার ফুটেজ ফাঁকা দেখাচ্ছে। বিভব কুমারের রিমান্ড নেওয়ার সময় দিল্লি পুলিশ আদালতে এ কথা জানিয়েছে।

দিল্লি পুলিশের সন্দেহ, সিসিটিভি টেম্পার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে এখনও তাদের সিসিটিভি ডিভিআর দেওয়া হয়নি। দিল্লি পুলিশ ডিভিআর-এর জন্য নোটিশ জারিও করেছিল। মুখ্যমন্ত্রীর বাসভবনে ইনস্টল করা সিসিটিভি দেখভাল করে পূর্ত দফতর।

স্বাতী মালিওয়ালের উপর হামলার ঘটনায় বিভব কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এফআইআর-এ বিভব কুমারের নাম রয়েছে। এখন তাঁকে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনায় প্রকাশ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে বিভব কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁকে সিভিল লাইন থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিভব কুমার বলেছেন যে তিনি মিডিয়ার মাধ্যমে এফআইআর সম্পর্কে তথ্য জানতে পারেন। একই সঙ্গে বিভব কুমারও ইমেলের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ করেছেন। বিভব দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন, যাতে তাঁর অভিযোগেরও গুরুত্ব দেওয়া হয়। বিভব আরও বলেছেন যে তিনি কোনো নোটিশ পাননি।

বিভব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্বাতী মালিওয়াল। স্বাতি মালিওয়াল বলেছেন যে তিনি যখন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে পৌঁছান, বিভব কুমার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁকে মারধর করেন। অন্য দিকে, স্বাতি মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে।

এফআইআর-এর পরে, স্বাতি মালিওয়ালের ডাক্তারি পরীক্ষা করা হয় দিল্লি এইমস-এ। হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে, স্বাতীর বাম পায়ে ও ডান চোখের নীচে আঘাতের চিহ্ন রয়েছে। মাথা এবং ঘাড়ে ব্যথা হওয়ার অভিযোগও করেছেন স্বাতী।

প্রসঙ্গত, আপের রাজ্যসভা সাংসদ স্বাতীর দাবি, গত ১৩ মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তিনি। সে সময়ই তাঁকে শারীরিক নিগ্রহ করেন কেজরির ব্যক্তিগত সচিব বৈভব কুমার। গালে চড় এবং পেটে লাথি মারা হয়। বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেন স্বাতী।

আরও পড়ুন: সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

প্রতারণার নয়া ফাঁদে পড়ে ৫৯ লক্ষ খোয়ালেন নয়ডার এক মহিলা চিকিৎসক। প্রতারকরা তাঁকে বলেছিল,...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?