খবর অনলাইন ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্র রয়েছে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসেবমতে ৬৯৫ জন প্রার্থীর ভাগ্য এ দিন নির্ধারিত হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও ভাগ্য নির্ধারিত হবে এ দিন।
সোমবার একই সঙ্গে ওড়িশার ৩৫টি বিধানসভা আসনেও ভোট নেওয়া হবে। এ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেডি দলের সভাপতি নবীন পট্টনায়েকের ভাগ্য নির্ধারিত হবে।
পশ্চিমবঙ্গের যে ৭ কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ।
গত ১৯ এপ্রিল অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার ভোটগ্রহণপর্ব শুরু হয়। প্রথম দফায় ১০২টি আসনেভোট নেওয়া হয়েছিল। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট নেওয়া হয় ৮৯টি আসনে। ৭ মে তৃতীয় দফায় ৯৪টি আসনে ভোট নেওয়া হয়। গত সোমবার ১৩ মে চতুর্থ দফায় ভোট নেওয়া হয় ৯৬টি আসনে। ষষ্ঠ দফা এবং সপ্তম তথা শেষ দফার ভোট নেওয়া হবে যথাক্রমে ২৫ মে এবং ১ জুন তারিখে। ভোট গণনা হবে ৪ জুন।
সোমবার লোকসভার যে ৪৯টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে, উত্তরপ্রদেশ (১৪), ওড়িশা (৫), জম্মু-কাশ্মীর (১), ঝাড়খণ্ড (৩), পশ্চিমবঙ্গ (৭), বিহার (৫), মহারাষ্ট্র (১৩) এবং লাদাখ (১)।
আরও পড়ুন