নয়া দিল্লি : সুইজারল্যান্ডের এক মহিলা পর্যটককে শ্লীলতাহানির চেষ্টা। পুলিশের জালে এক অভিযুক্ত। ঘটনা তেজস এক্সপ্রেসে। জানা যাচ্ছে, এদিন লখনউ থেকে দিল্লী যাচ্ছিল ট্রেনটি। ট্রেনের ভেতরে ছিলেন এক সুইজারল্যান্ডের মহিলা পর্যটক। অভিযোগ আরপিএফ এর এক কনস্টেবল সেই মহিলার সঙ্গে কু আচরণ করেন।
এরপরেই রেল পুলিশের দ্বারস্থ হয়ে অভিযুক্ত জিতেন্দ্র সিং এর নামে অভিযোগ জানান ওই পর্যটক। আটক করা হয় অভিযুক্তকে। সূত্র মারফত জানা যাচ্ছে, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা রক্ষা করাই ছিল জিতেন্দ্রর দায়িত্ব। অথচ তাঁর বিরুদ্ধেই উঠলো এহেন অভিযোগ।
ওই মহিলা পর্যটক এর দাবি, এদিন বিশেষ বন্ধুর সঙ্গে আগরতলা যাচ্ছিলেন তিনি। কানপুরে ট্রেন পৌঁছতেই কনস্টেবল জিতেন্দ্র সিং এর সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁদের। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, এরপরেই ওই মহিলার বিশেষ বন্ধুকে মারধর করেন ওই কনস্টেবল। অশ্লীলভাবে কথা বলেন মহিলার সঙ্গে।
ওই মহিলা পর্যটকের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে, এই ঘটনার পরেই বাড়ানো হয়েছে ট্রেনের নিরাপত্তা।
আরও পড়ুন : মুখ খুললেন রহস্যময়ী নারী হৈমন্তী, যা বললেন তিনি…