Homeখবরদেশবিতর্কে জড়িয়েছে আদানি গোষ্ঠী, ১০০ কোটি টাকার অনুদান ফেরাল তেলঙ্গনা সরকার

বিতর্কে জড়িয়েছে আদানি গোষ্ঠী, ১০০ কোটি টাকার অনুদান ফেরাল তেলঙ্গনা সরকার

প্রকাশিত

আদানি গোষ্ঠীর তরফ থেকে প্রস্তাবিত ১০০ কোটি টাকার অনুদান গ্রহণ করতে অস্বীকার করল তেলঙ্গনা সরকার। এই অর্থ ইয়াং ইন্ডিয়া স্কিলস ইউনিভার্সিটির জন্য দেওয়া হয়েছিল। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নির্দেশে রাজ্যের বিশেষ প্রধান সচিব জয়েশ রঞ্জন আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রীতি আদানিকে একটি চিঠি লিখে জানান, সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে এই অর্থ গ্রহণ করা সম্ভব নয়।

চিঠিতে বলা হয়েছে, “১০ অক্টোবর তারিখে লেখা চিঠির মাধ্যমে আপনারা ইয়াং ইন্ডিয়া স্কিলস ইউনিভার্সিটির জন্য ১০০ কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে আইটি আইনের ৮০জি ধারার অধীনে ইউনিভার্সিটির কর ছাড়ের অনুমতি না মেলার কারণে আমরা এখনও কোনও দাতার কাছ থেকে অর্থ গ্রহণ করিনি। যদিও সম্প্রতি এই অনুমোদন পাওয়া গিয়েছে, আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনাদের জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতি এবং উদ্ভূত বিতর্কের কারণে আমরা এই অর্থের স্থানান্তর চাইছি না।”

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এক বিবৃতিতে বলেন, “ইয়াং ইন্ডিয়া স্কিলস ইউনিভার্সিটির জন্য অনেক সংস্থা অনুদান দিয়েছে। একই ভাবে আদানি গোষ্ঠীও ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিল। তবে রাজ্য সরকার এই অনুদান গ্রহণ করবে না বলে গতকাল একটি চিঠি পাঠানো হয়েছে। আমি সেই সিদ্ধান্তের কথাই আরেক বার জানালাম।”

সাম্প্রতিক অভিযোগ এবং বিতর্ক

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, সৌর শক্তি প্রকল্পে চুক্তি পাওয়ার জন্য আদানি গোষ্ঠী ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল এবং পরে মার্কিন বিনিয়োগকারীদের থেকে বিনিয়োগ আকর্ষণ করতে ভুল তথ্য দিয়েছিল। গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অভিযোগ করেছে, সৌর শক্তি প্রকল্পে চুক্তি পেতে ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়ার ক্ষেত্রে গৌতম এবং সাগর আদানি সরাসরি যুক্ত ছিলেন।

আদানি গোষ্ঠীর প্রতিক্রিয়া

এই অভিযোগ অস্বীকার করে আদানি গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, “মার্কিন বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ ভিত্তিহীন এবং আমরা তা অস্বীকার করছি। বিচার বিভাগের কথামতো, অভিযুক্তরা দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হবে। আমরা সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।