Homeখবরদেশহাথরস পদপিষ্ট-কাণ্ড গেল সুপ্রিম কোর্টে, শুনানি শুক্রবার

হাথরস পদপিষ্ট-কাণ্ড গেল সুপ্রিম কোর্টে, শুনানি শুক্রবার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: হাথরস পদপিষ্ট-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে রিট আবেদন জমা দেওয়া হয়েছে, তা নিয়ে আগামী শুক্রবার শুনানি হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার ‘মৌখিক ভাবে উল্লেখ করা’র সময় সুপ্রিম কোর্টকে জানান, ‘হাথরস পদপিষ্টে মৃত্যুর মামলা’টি বিচারবিভাগীয় শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি শুক্রবার শুনানির দিন ধার্য করেছে।

হাথরসের মর্মান্তিক ঘটনার তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এক রিট আবেদন দাখিল করেন। ওই রিট আবেদনেরই শুনানি হবে শুক্রবার ১২ জুলাই।

আবেদনকারী দাবি জানিয়েছেন, ঘটনা সম্পর্কে একটা স্ট্যাটাস রিপোর্ট পেশ কোর্টে হবে উত্তরপ্রদেশ সরকারকে এবং প্রশাসনিক অফিসার-সহ যাঁরা ওই ঘটনার দায়ী বলে চিহ্নিত হবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট যাতে একটা গাইডলাইন তৈরি করে দেয়, তার জন্য আবেদনে অনুরোধ করা হয়েছে।

হাথরস ঘটনার তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল সিং তথা ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট-কাণ্ডের মূল কারণ হিসাবে মাত্রাতিরিক্ত ভিড়কেই চিহ্নিত করেছে।

আগরা জোনের অ্যাডিশনাল ডিরেক্টর অফ পুলিশ অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড়ের ডিভিশনাল কমিশনার চৈত্র ভি-কে নিয়ে গঠিত ‘সিট’ মঙ্গলবার তাদের রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা দিয়েছে। রিপোর্টের বিস্তারিত এখনও জানা যায়নি। কিছু খবরে বলা হয়েছে, ‘সিট’ বলেছে স্বঘোষিত গডম্যান ও তাঁর সহযোগীদের এই মর্মান্তিক ঘটনা এড়ানো উচিত ছিল।  

গত মঙ্গলবার হাথরসে নারায়ণ সাকার হরি তথা ভোলে বাবার ধর্মসভায় পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়, আহত হন বহু। এই ঘটনাকে কিছু সমাজবিরোধী মানুষের চক্রান্ত বলে দাবি করেছেন ভোলে বাবার আইনজীবী।

আরও পড়ুন

ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের গাফিলতি, হাথরাস কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা দিল সিট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।