Homeখবরদেশভোপাল গ্যাস ট্র্যাজেডির ৩৭ বছর পর সরানো হল বিষাক্ত বর্জ্য, পিথামপুরে নিয়ে...

ভোপাল গ্যাস ট্র্যাজেডির ৩৭ বছর পর সরানো হল বিষাক্ত বর্জ্য, পিথামপুরে নিয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ

প্রকাশিত

ভোপাল গ্যাস ট্র্যাজেডির ৩৭ বছর পর অবশেষে ৩৩৭ মেট্রিক টন বিষাক্ত বর্জ্য অপসারণ শুরু হয়েছে। বুধবার রাতে ১২টি বিশেষভাবে তৈরি লিক-প্রুফ এবং অগ্নি-প্রতিরোধী কন্টেইনারে বর্জ্য পরিবহন শুরু হয়। ভোপাল থেকে পিথামপুরে এই বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে একটি ২৫০ কিমি দীর্ঘ ‘গ্রিন করিডর’-এর মাধ্যমে। এই প্রক্রিয়াকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিবহনের সময় অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী এবং ৫০ জন পুলিশকর্মী সহকারে ১২টি কন্টেইনারকে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। ভোপালের পুলিশ কমিশনার জানিয়েছেন, পরিবহনে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখা হচ্ছে।

বিশেষ সুরক্ষা ব্যবস্থা

পরিবহন শুরুর আগে ইউনিয়ন কার্বাইড কারখানার ২০০ মিটার ব্যাসার্ধের এলাকা সিল করে দেওয়া হয়।

প্রায় ২০০ শ্রমিক ৩০ মিনিটের স্বল্প শিফটে কাজ করেছেন, কঠোর সুরক্ষা ব্যবস্থার মধ্যে। তারা পিপিই কিট ব্যবহার করে কাজ সম্পন্ন করেছেন।

পরিবহন চলাকালীন রাস্তার ধারে বায়ু মান পর্যবেক্ষণের জন্য বিশেষ সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

পিথামপুরে প্রতিবাদ

পিথামপুরে স্থানীয় বাসিন্দা এবং নাগরিক সমাজের মধ্যে বর্জ্য অপসারণ নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। ১০টিরও বেশি সংগঠন এই বিষয়ে কাল বনধের ডাক দিয়েছে। তাদের দাবি, এই বিষাক্ত বর্জ্য বিদেশে পাঠিয়ে নষ্ট করা হোক।

ইন্দোরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের প্রাক্তনী সমিতির চিকিৎসকরা উচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করেছেন, যেখানে অপর্যাপ্ত পরীক্ষা ছাড়া বর্জ্য নষ্টর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বর্জ্যের নষ্ট পদ্ধতি

পিথামপুরের অত্যাধুনিক ইনসিনারেশন প্ল্যান্টে এই বর্জ্য নষ্ট করা হবে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) নির্দেশিকায় এটি পরিচালিত হচ্ছে। এখানে ২৫ ফুট উঁচু একটি কাঠের প্ল্যাটফর্মে বিষাক্ত বর্জ্য পোড়ানো হবে।

বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিবেশগত প্রভাব এড়াতে কঠোর প্রোটোকল মেনে চলা হবে। প্রাথমিক পরীক্ষার মাধ্যমে তাপমাত্রা, মরশুম এবং নষ্টের পরিমাণ নির্ধারণ করা হবে।

পরিবেশগত পর্যবেক্ষণ

  • ফ্যাক্টরি ক্যাম্পাসের তিনটি স্থানে বায়ুর গুণমান পর্যবেক্ষণ করা হচ্ছে।
  • যেখানে বর্জ্য সংরক্ষণ করা হয়েছিল, সেখানকার ধূলিকণা এবং মাটি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কী হয়েছিল

১৯৮৪ সালে ভোপাল গ্যাস ট্র্যাজেডি ৫,০০০-এরও বেশি প্রাণ কেড়ে নিয়েছিল। সেই সময় মিথাইল আইসোসায়ানেট গ্যাস নির্গত হওয়ার পর যে বর্জ্য পড়ে ছিল, তা দীর্ঘদিন ধরে ফেলে রাখা ছিল।

২০১৫ সালে এই বর্জ্যের একটি অংশ পরীক্ষামূলকভাবে পিথামপুরে নষ্ট করা হয়। সেই পরীক্ষার সাফল্যের পর উচ্চ আদালত নির্দেশ দেয় যে, ২০২৫ সালের ৬ জানুয়ারির মধ্যে বাকি বর্জ্য নষ্ট করতে হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অক্টোবর-নভেম্বরে শিশুর ঠান্ডা-কাশি-জ্বরের মরশুম! সতর্ক থাকুন, জানুন প্রতিরোধ ও যত্নের ঘরোয়া উপায়

অক্টোবর-নভেম্বরে আবহাওয়া বদলের সঙ্গে বাড়ছে ভাইরাল সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ঠান্ডা-কাশি-জ্বরের সময় সতর্ক থাকুন। জানুন সহজ উপায়ে প্রতিরোধ ও যত্নের ঘরোয়া টিপস।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।