Homeখবরদেশ'১৩০তম সংবিধান সংশোধনী বিল: শাহকে ১৫ দিনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক

‘১৩০তম সংবিধান সংশোধনী বিল: শাহকে ১৫ দিনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক

প্রকাশিত

লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল ঘিরে তীব্র রাজনৈতিক অস্থিরতা। বুধবার বিল পেশের সময় ব্যাপক বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গ টেনে দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বিজেপির বিরুদ্ধে দেশের সবচেয়ে শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বাংলার তৃণমূল।

অভিষেকের বক্তব্য, ‘‘আমাদের সাংসদেরা শুরু থেকেই ওয়েলে নেমে প্রতিবাদ করেছেন। এর ফলে লোকসভার অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের আসনে বসতে পারেননি। চতুর্থ সারিতে বসে ২০ জন মার্শালের নিরাপত্তায় বিল পেশ করতে হয়েছে তাঁকে।’’

কী বলছে বিল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার যে বিল পেশ করেছেন, তাতে প্রস্তাব করা হয়েছে— প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্র-রাজ্যের যে কোনও মন্ত্রী গুরুতর অপরাধে টানা ৩০ দিনের জন্য হেফাজতে থাকলে মন্ত্রিত্ব চলে যাবে। পাঁচ বছর বা তার বেশি সাজা হতে পারে, এমন অপরাধগুলিকেই ধরা হয়েছে ‘গুরুতর অপরাধ’ হিসেবে।

বিরোধীদের অভিযোগ, এই বিল আসলে বিরোধী শাসিত রাজ্যে ইডি ও সিবিআইয়ের ব্যবহার বাড়ানোর হাতিয়ার। প্রমাণিত অপরাধের আগেই গ্রেফতার হওয়া মন্ত্রীদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে বলেও মনে করছে বিরোধী শিবির।

অভিষেকের পাল্টা প্রস্তাব

অভিষেকের চ্যালেঞ্জ, ‘‘৩০ দিন নয়, গ্রেফতারের পর ১৫ দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করতে হবে। তা না হলে তদন্তকারী অফিসার ও সংস্থার প্রধানকে দ্বিগুণ জেল খাটতে হবে। এমন বিল এলে তৃণমূল সমর্থন করবে।’’
তিনি আরও দাবি করেন, গত ১০ বছরে ইডি ৫,৮৯২টি মামলায় তদন্ত করলেও মাত্র ৮টিতে দোষ প্রমাণ হয়েছে। অর্থাৎ, ‘‘৯৯ শতাংশ মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে,’’ বলে অভিযোগ অভিষেকের।

‘বাংলার শক্তি দেখল বিজেপি’

লোকসভায় বিজেপি বাংলায় ১২টি আসন জিতেছে, আর তৃণমূলের দখলে রয়েছে ২৯টি আসন। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘‘যারা এত হম্বিতম্বি করে, তারা বাংলার শক্তি দেখল। যদি উল্টো হত, বিজেপি ২৯টি আসন আর তৃণমূল ১২টি জিতত, তবে এই বিল আজই পাশ হয়ে যেত।’’

রাজনৈতিক তাৎপর্য

আগামী বছরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তাই অভিষেকের বক্তব্যকে অনেকেই দেখছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ভেতর থেকেও তৃণমূলের শক্তি ও আলাদা অবস্থান তুলে ধরার কৌশল হিসেবে।
অভিষেকের পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সারা দেশ দেখল, অসাংবিধানিক বিল আনতে গিয়ে শাহ নিজের আসনে বসার সাহস দেখাতে পারেননি। ২০ জন মার্শালের নিরাপত্তায় তাঁকে চতুর্থ সারিতে যেতে হয়েছে।’’

অভিষেকের অভিযোগ, ‘‘বিজেপি মানুষের সমস্যার কথা ভাবে না। শুধু ভাবে কী ভাবে ক্ষমতা কুক্ষিগত করা যায়। আদালতের কাজে হস্তক্ষেপ করে বিরোধী শূন্য দেশ গড়াই ওদের লক্ষ্য।’’

বিরোধী শিবিরের ধারণা, এই বিল কোনও দিন পাশ হবে না। কারণ সংবিধান সংশোধনের জন্য দুই কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা বিজেপির নাগালের বাইরে। তবে বিজেপি আসল সমস্যার থেকে নজর ঘোরাতেই বিলটি এনেছে বলে দাবি করছে তৃণমূল।

আরও পড়ুন:

সুপ্রিম কোর্টে খারিজ ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সব রিভিউ পিটিশন, পর্যবেক্ষণে কী বলল শীর্ষ আদালত?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।