Homeখবরদেশআজ ৩ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল

আজ ৩ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল

প্রকাশিত

বৃহস্পতিবার তিন রাজ্য- ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তিনটি রাজ্যের বিধানসভাতেই ৬০টি করে আসন রয়েছে। নাগাল্যান্ডে আকুলুটো কেন্দ্রের বিজেপি প্রার্থী কাজ়হেটো কিনিমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়েছেন, ফলে ভোট গ্রহণ হয়েছে ৫৯টি আসনে। অন্য দিকে, মেঘালয়ের এক প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন হয়নি।

বিজেপি, কংগ্রেস ও বাম দল-সহ বিভিন্ন আঞ্চলিক দলের লড়াই। পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও রয়েছে এই লড়াইয়ে। এখানে যে কোনো শিবিরের জয়-পরাজয়ের বার্তা চলে যাবে জাতীয় পর্যায়ে।

ত্রিপুরার ফলাফল নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ২০১৮-র ভোটে বামফ্রন্টকে হটিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। এ বার গেরুয়া শিবির ক্ষমতা ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার। গতবার, ত্রিপুরায় আদিবাসী ভোটের সমর্থনে, বিজেপি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বাম দলগুলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু এ বার ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মা তিপ্রা মথা নামে নতুন দল গঠন করেছেন। যা বিজেপির জয়ের পথে বাধা তৈরি করতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

মেঘালয় এবং নাগাল্যান্ডেও বিজেপি সরকারের শরিক ছিল। এ বার এই দুই রাজ্যে আগামী ৫ বছরের জন্য কোন দল ক্ষমতায় আসে, তাই-ই এখন দেখার।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুই রাজ্যে ২৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। বুথ ফেরত সমীক্ষাগুলির মতে, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি অথবা এনডিএ সরকার গঠন হতে পারে। তবে মেঘালয় সম্পর্কিত পরিসংখ্যান স্পষ্ট নয়। সেখানে একটি ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে বলে ধারণা উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায়।

ফলাফলের আপডেট পেতে দেখুন: খবর অনলাইন

সাম্প্রতিকতম

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন গোবিন্দা।

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

আরও পড়ুন

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে লোকসভা ভোটে লড়বেন তিনি। ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড ব্যবধানে জিতেছিলেন গোবিন্দা।

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে...