Homeখবরদেশআজ ৩ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল

আজ ৩ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল

প্রকাশিত

বৃহস্পতিবার তিন রাজ্য- ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তিনটি রাজ্যের বিধানসভাতেই ৬০টি করে আসন রয়েছে। নাগাল্যান্ডে আকুলুটো কেন্দ্রের বিজেপি প্রার্থী কাজ়হেটো কিনিমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়েছেন, ফলে ভোট গ্রহণ হয়েছে ৫৯টি আসনে। অন্য দিকে, মেঘালয়ের এক প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন হয়নি।

বিজেপি, কংগ্রেস ও বাম দল-সহ বিভিন্ন আঞ্চলিক দলের লড়াই। পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও রয়েছে এই লড়াইয়ে। এখানে যে কোনো শিবিরের জয়-পরাজয়ের বার্তা চলে যাবে জাতীয় পর্যায়ে।

ত্রিপুরার ফলাফল নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ২০১৮-র ভোটে বামফ্রন্টকে হটিয়ে সরকার গঠন করেছিল বিজেপি। এ বার গেরুয়া শিবির ক্ষমতা ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার। গতবার, ত্রিপুরায় আদিবাসী ভোটের সমর্থনে, বিজেপি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বাম দলগুলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু এ বার ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মা তিপ্রা মথা নামে নতুন দল গঠন করেছেন। যা বিজেপির জয়ের পথে বাধা তৈরি করতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

মেঘালয় এবং নাগাল্যান্ডেও বিজেপি সরকারের শরিক ছিল। এ বার এই দুই রাজ্যে আগামী ৫ বছরের জন্য কোন দল ক্ষমতায় আসে, তাই-ই এখন দেখার।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুই রাজ্যে ২৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। বুথ ফেরত সমীক্ষাগুলির মতে, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি অথবা এনডিএ সরকার গঠন হতে পারে। তবে মেঘালয় সম্পর্কিত পরিসংখ্যান স্পষ্ট নয়। সেখানে একটি ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে বলে ধারণা উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায়।

ফলাফলের আপডেট পেতে দেখুন: খবর অনলাইন

সাম্প্রতিকতম

বৃষ্টিতে ভাসবে কলকাতা? কী পূর্বাভাস আগামী কয়েকদিনের

খবর অনলাইনডেস্ক: মঙ্গলবার পঞ্চমীর দিন দুপুরের দিকে অল্প সময়ের জন্য তীব্র ঝড়বৃষ্টির কারণে বিপদে...

প্যান্ডেলে লিফলেট বিলি, মূর্তি নিয়ে শহর পরিক্রমা, ষষ্ঠীর কর্মসূচি আন্দোলনকারীদের

খবর অনলাইনডেস্ক: রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় ঢালাও সংস্কারের দাবিতে আমরণ অনশন চলছে ধর্মতলায়। আন্দোলন থেকে যে...

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

আরও পড়ুন

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

৩৭০ ধারা বাতিলের পর প্রথম জম্মু ও কাশ্মীর নির্বাচনে কংগ্রেস-এনসি জোটের দাপট

জম্মু ও কাশ্মীরে প্রথম নির্বাচনে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটের বিপুল অগ্রগতি। বিজেপি ২৭ আসনে এগিয়ে, এবং পিডিপি দুই আসনে এগিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?