প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বাংলায়। তীব্র গরম উপেক্ষা করেও মানুষ ভোট দিয়েছেন। কমিশনের হিসাব অনুযায়ী রাত ৯টা পর্যন্ত ভারতের ১০২ আসনে ভোটদানের হার ৫৯.৭ শতাংশ। এই রাজ্যে ভোট পড়ল ৭৭.৫৭ শতাংশ। তবে সবচেয়ে বেশি ভোট পড়ছে ত্রিপুরায়। কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৮০.১৭ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল। সব বুথের ওয়েব কাস্টিং হয়েছে। ২৭ হাজার ৯০৭ ভোট কর্মী কাজ করেছেন। ৫৮১ জন মাইক্রো অবজার্ভার ছিলেন। সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছে কমিশন।
As per ECI, Tripura recorded 80.17% voter turnout till 9 pm, in the first phase of the Lok Sabha elections which saw polling in 21 States and UTs pic.twitter.com/cOmuEKzqwa
— ANI (@ANI) April 19, 2024
আরও পড়ুন। ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার