পরিযায়ী শ্রমিকদের ভোটের পর কাজের জায়গায় ফেরত যেতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, ‘আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ইদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না। কারণ আপনি যদি ভোট না দেন তবে তারা (বিজেপি) আপনার আধার কার্ড এবং আপনার নাগরিকত্ব কেড়ে নেবে। এখানে সিএএ লাগু হতে দেব না। আমি এখানে এনআরসি লাগু হতে দিইনি। এটি আসামে প্রয়োগ করা হয়েছিল এবং কত লোক মারা গিয়েছিল। এখন তারাও ইউসিসির কথা বলছে, আপনি কি জানেন কী হবে সব। ইউসিসি নিয়ে এলে আপনি আপনার পরিচয়ও হারাবেন।’
শুনুন সেই বক্তব্য
Murshidabad | West Bengal CM Mamata Banerjee says, "I would like to request all the migrant workers who have come here to celebrate Eid please don't go back without voting because if you don't vote in the coming days they will take away your Aadhar card and your citizenship. I… pic.twitter.com/YK6nVYuq9J
— ANI (@ANI) April 19, 2024