Homeখবরদেশরাজধানীতে গ্রেফতার দুই যুবক, উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র

রাজধানীতে গ্রেফতার দুই যুবক, উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র

প্রকাশিত

নয়া দিল্লি : প্রজাতন্ত্র দিবসের আগেই বড়সড় সাফল্য দিল্লি পুলিশের। বানচাল বড়সড় হামলার পরিকল্পনা। সন্দেহ ভাজন দুই যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। জানা যাচ্ছে, ধৃতকের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল এবং গুলি।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে বড়সড় হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তদের । কিন্তু তা ভেস্তে দিল পুলিশ। সূত্রের খবর, ওই দুই ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এর আগেও একাধিকবার অপরাধ করেছে তারা। আর এবার বড়সড় নাশকতার ছক কষেছিল তারা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযুক্তদের ধরে ফেলল দিল্লি পুলিশের স্পেশাল সেল।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা হলেন জগজিৎ সিং ওরফে জাগ্গা এবং নৌসাদ। জগজিৎ উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাসিন্দা। অন্যদিকে নৌসাদ দিল্লির জাহাঙ্গীরপুরীর বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল এবং ২২ টি তাজা কার্তুজ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জগজিৎ ওরফে জাগ্গার সঙ্গে কানাডার খলিস্তানি জঙ্গিদের যোগাযোগ রয়েছে। উত্তরাখণ্ডে একটি খুনের মামলায় অভিযুক্ত সে। কিন্তু জেল থেকে বেরিয়েই পালিয়ে যায়। মূলত দেশবিরোধী কার্যকলাপ ও জঙ্গি সংগঠনে নিয়োগের কাজ করত জগজিৎ। অন্যদিকে, নৌশাদ হারকত-উল-আনসার নামক একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। দুটি খুনের মামলায় তঁকে যাবজ্জীবনের সাজা ও বিস্ফোরক আইন সংক্রান্ত একটি মমলায় ১০ বছরের সাজা দেওয়া হলেও, পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন সে পালিয়ে বেরাচ্ছিল। কোন শর্তে সে জেল থেকে বাইরে এসেছিল, তাও এখনও জানা যায়নি। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

প্রথম দফায়  গডকরী, রিজিজু-সহ মোদী সরকারের ৮ মন্ত্রী, বিজেপির ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী লড়ছেন ভোটে

লোকসভার পাশাপাশি   অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে শুক্রবার।