Homeখবরদেশ'ভুল' করেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল! তবে উদ্ধবকে পুনর্বহাল নয়, মুখ্যমন্ত্রী থাকছেন শিন্ডেই, বলল...

‘ভুল’ করেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল! তবে উদ্ধবকে পুনর্বহাল নয়, মুখ্যমন্ত্রী থাকছেন শিন্ডেই, বলল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: গত বছর মহারাষ্ট্রের শাসক জোটের অন্যতম দল শিবসেনায় চরমে ওঠে বিদ্রোহ। পদত্যাগ করতে বাধ্য হন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই জায়গায় বিজেপি-র সমর্থনে সরকার গড়েন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রীও হন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজের পদ এবং তাঁর সরকার ধরে রাখতে পারবেন।

সুপ্রিম কোর্ট এ দিন বলেছে, গত বছরের জুন মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য শিন্ডে এবং অন্য ১৫ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করতে পারে না আদালত।

একই সঙ্গে উদ্ধবের সরকার পুনরুদ্ধারের অনুরোধও প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিধানসভায় শক্তি পরীক্ষার মুখোমুখি হওয়ার পরিবর্তে পদত্যাগ করার পথ বেছে নিয়েছিলেন উদ্ধব। স্বাভাবিক ভাবেই তিনি পদত্যাগ করার কারণে তাঁকে পুনর্বহাল করার প্রশ্ন নেই।

সর্বোচ্চ আদালত অবশ্য মহারাষ্ট্রের তৎকালীন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সিদ্ধান্তের নিন্দা করেছে। আদালতের মতে, উদ্ধব সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন হারিয়েছেন বলে উপসংহার টেনে তিনি (রাজ্যপাল) “ভুল” করেছিলেন।

গত বছর জুনে শিবসেনার বিধায়কদের ধাপে ধাপে ভাঙিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিন্ডে। বিজেপির সাহায্য নিয়ে ক্ষমতাচ্যুত করেছিলেন উদ্ধব ঠাকরেকে। সে দিন শিন্ডে এবং তাঁর অনুগামী ‘প্রথম দফার বিদ্রোহী’ ১৪ শিবসেনা বিধায়কের সেই পদক্ষেপ ‘দলত্যাগ বিরোধী কার্যকলাপ’ ছিল কি না, সেটাই সবচেয়ে বড়ো প্রশ্ন। বলে রাখা ভালো, বিধায়ক হিসেবে শিন্ডেকে অযোগ্য ঘোষণা করা হলে তাঁকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হতো। সেক্ষেত্রে তাঁর সরকার পড়ে যেত।

আরও পড়ুন: কর্নাটকের দখল নিতে পারবে কি কংগ্রেস? ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়

সাম্প্রতিকতম

মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল...

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে...

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

আরও পড়ুন

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে...

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...