নয়াদিল্লি: ডিসেম্বরে দেশে বেকারত্ব (unemployment) বেড়ে ৮.৩০ শতাংশ। যা গত ১৬ মাসের সর্বোচ্চ। রবিবার প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (CMIE)।
সিএমআইই-র দাবি
প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ভারতের বেকারত্বের হার গত নভেম্বরে ছিল ৮.০০ শতাংশ। সেটাই সদ্য শেষ হওয়া ডিসেম্বরে আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য ভাবে, শহরাঞ্চলে বেকারত্বের হার আগের মাসের ৮.৯৬ শতাংশ থেকে ডিসেম্বরে বেড়ে ১০.০৯ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে গ্রামীণ এলাকায় এই হার ৭.৫৫ শতাংশ থেকে কমে ৭.৪৪ শতাংশে দাঁড়িয়েছে।
সিএমআইই-এর ম্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাসের মতে, বেকারত্বের এই হার বৃদ্ধি যতটা উদ্বেগজনক মনে হতে পারে। তবে ডিসেম্বরে আরও বেশি শ্রমিক কারখানার কাজে অংশগ্রহণ করেছেন। শ্রমিকদের অংশগ্রহণের হার ৪০.৪৮ শতাংশ। যা ২০২২ সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ।
সংবাদ সংস্থা রয়টার্সের কাছে ব্যাস জানান, “সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ডিসেম্বরে কর্মসংস্থানের হার বেড়েছে ৩৭.১০ শতাংশ। যা আবার গত বছরের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। যদিও এই বিষয়টি কিছুটা আশাব্যঞ্জক হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের বন্দোবস্ত করাই এখন মূল চ্যালেঞ্জ”।
সরকারি দাবি
সরকারি পরিসংখ্যানের সঙ্গে সিএমআইই-র রিপোর্টে সামান্য হলেও ব্যবধান থাকছে। গত নভেম্বরে জাতীয় পরিসংখ্যান কার্যালয় (NSO)-এর প্রকাশিত পৃথক একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, জুলাই-নভেম্বর ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল ৭.২ শতাংশ। যা আগের ত্রৈমাসিকে ছিল ৭.৬ শতাংশ। অর্থাৎ, এনএসও-র শেষ রিপোর্টে বেকারত্ব হ্রাসের দাবি করা হয়েছিল।
সিএমআইই-র তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার ডিসেম্বরে ৩৭.৪ শতাংশ বেড়েছে, যেখানে রাজস্থান এবং দিল্লিতে এই হার যথাক্রমে ২৮.৫ শতাংশ এবং ২০.৮ শতাংশ।
আরও পড়ুন: কৃষি কাজে ড্রোনের ব্যবহার, পরীক্ষামূলক প্রয়োগ হয়ে গেল নিমপীঠে