Homeচাষবাসের খবরকৃষির জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের, চালু হল ইউনিফায়েড পোর্টাল

কৃষির জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের, চালু হল ইউনিফায়েড পোর্টাল

প্রকাশিত

কৃষি সংক্রান্ত তথ্যের জন্য একটি ইউনিফায়েড পোর্টাল চালু করল কেন্দ্রীয় সরকার। এটির নাম ইউনিফায়েড পোর্টাল ফর এগ্রিকালচার স্ট্যাটিস্টিকস বা ইউপিএজি (UPAg)।

শুক্রবার পোর্টালটি চালু করার পরে, নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ জানান, ভারতীয় কৃষির মুখোমুখি হওয়া জটিল প্রশাসনিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

একটি বিবৃতিতে বলা হয়েছে, এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে কৃষি ক্ষেত্রের তথ্য ব্যবস্থাপনাকে স্ট্রিমলাইন এবং উন্নত করার লক্ষ্যে। এটি একটি আরও দক্ষ এবং প্রতিক্রিয়াশীল কৃষি নীতি কাঠামোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কৃষি মন্ত্রকের মতে, এই উদ্যোগটি ই-গভর্নেন্সের নীতি অনুসারে এবং এই পদক্ষেপটি নির্ভরযোগ্য ডেটা অ্যাক্সেসকে সহজতর করবে। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কৃষিমন্ত্রকের তৈরি ইউনিফাইড পোর্টাল (UPAG) কৃষির জন্য ডিজিটাল পাবলিক পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান।

মন্ত্রকের মতে, এই উদ্যোগটি ভারতের কৃষি ক্ষেত্রে স্মার্টনেস, স্বচ্ছতা এবং তৎপরতা আনতে ই-গভর্নেন্সের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। কেন্দ্রীয় কৃষিসচিব মনোজ আহুজা বলেছেন, পোর্টালটি ব্যবহারকারীদের সহজে নির্ভরযোগ্য, বিস্তারিত এবং উদ্দেশ্যমূলক ডেটা অ্যাক্সেস করে উপকৃত করবে।

কৃষকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলিও সহজে পৌঁছে যাবে সরকারের কাছে। যে কারণে পোর্টালটি থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে কৃষি সংকটে দ্রুত সাড়া দেওয়ার জন্য সরকারের ক্ষমতাও বাড়বে। জানা গিয়েছে, এটি অ্যালগরিদম ব্যবহার করে পণ্য প্রোফাইল রিপোর্ট তৈরি করবে।

এ ছাড়াও, ব্যবহারকারীরা তাদের প্রতিবেদন তৈরি করতে পোর্টাল থেকে ডেটা ব্যবহার করার সুবিধা পাবেন, যার ফলে ডেটা-চালিত সিদ্ধান্ত নেওয়ার প্রচার হবে। পোর্টালটির লক্ষ্য যাচাইকৃত ডেটার অভাব সম্পর্কিত চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা।

আরও পড়ুন: শুবমন গিলের সেঞ্চুরি, তবু নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হেরে গেল ভারত

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে