Homeখবরদেশফের ১১৯ ভারতীয়কে দেশে ফেরাল আমেরিকা, পাঞ্জাবকে 'ডিপোর্টেশন সেন্টার' করার অভিযোগ মানের

ফের ১১৯ ভারতীয়কে দেশে ফেরাল আমেরিকা, পাঞ্জাবকে ‘ডিপোর্টেশন সেন্টার’ করার অভিযোগ মানের

প্রকাশিত

শনিবার রাতে দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমান পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে।

গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় বিমান। এর আগে ৫ ফেব্রুয়ারি ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। রবিবার আরও ১৫৭ জন অভিবাসীকে নিয়ে আরেকটি বিমান ভারতে পৌঁছবে বলে জানা গেছে।

শনিবার রাত ১১:৪০ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আমেরিকার সামরিক বাহিনীর সি-১৭ বিমানটি।

ডিপোর্টিদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং ১ জন করে হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের বাসিন্দা।

এই বিমান অবতরণের মাত্র একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। উভয় রাষ্ট্রনেতা অবৈধ অভিবাসনের ইস্যু সমাধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। মোদী উল্লেখ করেছিলেন, ভারতীয় নাগরিকদের অবৈধ পথে আমেরিকা পাঠানোর একটি বৃহৎ চক্র সক্রিয় রয়েছে এবং এই প্রতারণার অবসান প্রয়োজন।

পাঞ্জাবকে ‘ডিপোর্টেশন সেন্টার’ করার অভিযোগ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ডিপোর্টিদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মান। তিনি অভিযোগ করেছেন, এই পদক্ষেপ পাঞ্জাব ও পাঞ্জাবিদের ‘কলঙ্কিত’ করতে এবং অমৃতসরকে ‘ডিপোর্টেশন সেন্টারে’ পরিণত করার প্রয়াস।

তিনি বলেন, “এই ইচ্ছাকৃত প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে গোটা বিশ্বের সামনে এই বার্তা যায় যে কেবলমাত্র পাঞ্জাবিরাই অবৈধভাবে বিদেশ পাড়ি দেন। যদি সরকার সত্যিই নিরপেক্ষ হয়, তবে তারা দিল্লি বা আমদাবাদ বিমানবন্দরে এই বিমান অবতরণ করাতে পারে। পাঞ্জাব সরকার সম্মানের সঙ্গে তাদের ফেরানোর ব্যবস্থা করবে, তবে আমরা স্পষ্ট করে দিতে চাই যে অবৈধ অভিবাসন শুধু পাঞ্জাবের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা।”

এর আগে ৫ ফেব্রুয়ারির প্রথম দফার ডিপোর্টিদের মধ্যে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্রের, ৩ জন উত্তরপ্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা ছিলেন। তাদের মার্কিন টেক্সাসের সান আন্তোনিও থেকে সামরিক বিমানে ফেরানো হয়েছিল।

ডিপোর্টিদের হাতকড়া পরানো এবং শিকল দিয়ে বেঁধে আনার ঘটনায় দেশে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছিল।

বিরোধীদের সমালোচনার জবাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালানো হচ্ছে যাতে ডিপোর্টিদের সঙ্গে দুর্ব্যবহার না করা হয়। তবে এটি নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এই ধরনের ডিপোর্টেশন হয়ে আসছে।”

আমেরিকার অবস্থান প্রসঙ্গে ভারতে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “আমাদের অভিবাসন আইন প্রয়োগ করা জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রশাসনের নীতি অনুযায়ী, যাদের দেশে থাকার অধিকার নেই, তাদের ফেরত পাঠানো হবে।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...