Homeখবরদেশ'আমি বেঁচে আছি'… নিজের খুনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বলল ১১ বছর...

‘আমি বেঁচে আছি’… নিজের খুনের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বলল ১১ বছর বয়সি বালক

প্রকাশিত

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে শুনানিতে এমন এক মামলা উঠল যা নিয়ে আদালতে হইচই পড়ে যায়। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে একটি বিশেষ আবেদনের শুনানির সময় আদালতে হাজির হয় এক বালক। উল্লেখযোগ্য ভাবে, তারই ‘হত্যা মামলা’ সর্বোচ্চ আদালতে বিচারাধীন।

উত্তরপ্রদেশের পিলিভীতের ওই ১১ বছর বয়সি ছেলেটি শুনানির সময় বেঞ্চের সামনে হাজির হয়ে বিচারকদের উদ্দেশে বলে, আদালতে তার যে ‘খুন’-এর মামলার শুনানি হচ্ছে সেটা মিথ্যা। কারণ সে জীবিত রয়েছে।

ওই বালকের, তার দাদু এবং মামাদের হত্যার সঙ্গে জড়িত তার বাবা। বিষয়টি প্রকাশ্যে আসার পর, আদালত উত্তরপ্রদেশ সরকার, পিলিভীতের পুলিশ সুপার এবং পুলিশ আধিকারিকদের নোটিশও জারি করেছে। মামলার পরবর্তী শুনানি হবে ২০২৪ সালের জানুয়ারিতে।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময়, ছেলেটির আইনজীবী কুলদীপ জোহরি বলেন, ছেলেটি যে খুন হয়নি, অর্থাৎ সে জীবিত রয়েছে, সেটা প্রমাণ করতেই তাকে আদালতে হাজির হতে হয়েছিল। সে বেঁচে রয়েছে এবং বর্তমানে মৃত নয়। তিনি জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ছেলেটি তার দাদুর সঙ্গে থাকত। ছেলেটির বাবা তার মাকে নির্মমভাবে মারধর করত এবং বাপেরবাড়ির লোকের কাছে আরও যৌতুক দাবি করত।

আইনজীবী আরও বলেন, ২০১৩ সালের মার্চ মাসে ছেলেটির বাবা তার মায়ের উপর হামলা করেছিলেন। আহত হয়ে মারা যান মহিলা। তাঁর মৃত্যুর পর, মৃতার দাদা আইপিসি ধারা ৩০৪-বি (যৌতুক মৃত্যু)-এর অধীনে এফআইআর দায়ের করেছিলেন জামাইয়ের বিরুদ্ধে। এ দিকে জামাই নিজের ছেলের হেফাজত দাবি করলে দুই পরিবারের মধ্যে আইনি লড়াই শুরু হয়।

জানা যায়, চলতি বছরের শুরুতে জামাই তাঁর শ্বশুর এবং তাঁর চার ছেলের বিরুদ্ধে ওই বালককে খুনের অভিযোগ এনেছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে আইপিসি ধারা ৩০২ (খুন), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) এবং ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো)-এর আওতায় মামলা নথিভুক্ত করেছে।

আরও পড়ুন: গরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে ‘কেজি থেকে পিজি’ শিক্ষা, মধ্যপ্রদেশ নির্বাচনে বড়ো প্রতিশ্রুতি বিজেপি-র

সাম্প্রতিকতম

ত্রিমুকুট অধরাই থাকল, হার মোহনবাগানের, আইএসএল ফাইনালে বদলা নিল মুম্বই

মোহনবাগান সুপার জায়েন্ট: ১ (কামিংস) মুম্বই সিটি এফসি ৩ (দিয়াজ, বিপিন, ইয়াকুব) খবর অনলাইন ডেস্ক:...

এখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক নিজেই কষেছিলেন

খবর অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক অত্যন্ত জনপ্রিয়...

সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য, কী আছে ওই ভিডিয়োয়

কলকাতা: সন্দেশখালিতে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগ মিথ্যা, ভুয়ো। শনিবার সকালে ভাইরাল হওয়া ভিডিয়োতে এমনই...

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

অজন্তা চৌধুরী বাইরে গ্রীষ্মের তীব্র দহন, আর ভিতরে চলছে ‘বর্ষবরণ, ১৪৩১’। দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাডেমি...

আরও পড়ুন

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...