Homeখবরদেশপরিচয় গোপন করে ভিন ধর্মে বিয়ের অভিযোগ, যুবককে যাবজ্জীবন, অভিযুক্তের বাবাকেও...

পরিচয় গোপন করে ভিন ধর্মে বিয়ের অভিযোগ, যুবককে যাবজ্জীবন, অভিযুক্তের বাবাকেও দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত

উত্তরপ্রদেশের বরেলিতে ২৫ বছর বয়সি এক মুসলিম ব্যক্তিকে পরিচয় গোপন করে আন্তঃধর্মীয় বিয়ে করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি এক ২০ বছর বয়সি হিন্দু যুবতীকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করে এবং ভুয়ো পরিচয় দিয়ে তাঁকে বিয়ে করে।

মামলার রায় অনুযায়ী, অভিযুক্তের বাবাকেও দুই বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। এই শাস্তিগুলি উত্তরপ্রদেশ সরকারের বেআইনি ধর্মান্তরণ আইন (সংশোধনী), ২০২৪-এর আওতায় দেওয়া হয়েছে, যা দু’মাস আগে প্রণীত হয়। সংশোধিত আইন অনুযায়ী এটিই প্রথম যাবজ্জীবন কারাদণ্ডের রায়।

যুবতী আদালতে জানিয়েছেন, অভিযুক্ত নিজেকে আনন্দ কুমার নামে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং একটি কম্পিউটার কোচিং সেন্টারে পড়ার সময় তাঁরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। অভিযুক্ত তাঁর হিন্দু পরিচয় বজায় রাখতে ডান হাতে লাল সুতো পরত এবং পরে তাদের সম্পর্ক বিয়েতে পরিণত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুবতীকে একটি মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে তাঁকে বিয়ে করে অভিযুক্ত। কিন্তু পরে অভিযুক্ত তাঁকে তার গ্রামের বাড়িতে নিয়ে গেলে, তিনি জানতে পারে অভিযুক্ত আসলে একজন মুসলিম এবং তাঁর আসল নাম মহম্মদ আলিম আহমেদ। সেখানে অভিযুক্তের পরিবার তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ দেয়, কিন্তু তিনি তা অস্বীকার করেন।

ফাস্ট-ট্র্যাক কোর্টের বিচারক রবি কুমার দিবাকর অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন এবং এই রায়ের অনুলিপি রাজ্যের পুলিশ প্রধান, মুখ্যসচিব এবং বরেলির সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশকে পাঠান, যাতে অভিযুক্তকে উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তরণ আইনের অধীনে মামলা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুলাই উত্তরপ্রদেশ বিধানসভা এই আইনের সংশোধনী পাস করে, যেখানে জোর করে ধর্ম পরিবর্তনের শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।