Homeখবরদেশজগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

প্রকাশিত

নয়াদিল্লি: বিরোধী সাংসদদের সাসপেন্ড করার পরে, সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করার অভিযোগ উঠছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই বিতর্কই ক্রমশ বহরে বাড়ছে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, অভিষেক গৌতম নামে এক আইনজীবী ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে। এর ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। অভিষেক তাঁর অভিযোগে উপরাষ্ট্রপতিকে অপমান করার দাবি করেছেন এবং তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী বলেছেন, জনৈক আইনজীবী অভিযোগ করেছেন। তাঁকে বলা হয়েছিল যে বিষয়টি নয়াদিল্লি জেলার সঙ্গে সম্পর্কিত। অভিযোগটি গৃহীত হয়েছে এবং নয়াদিল্লি জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। স্টেশন ইনচার্জ বলেন, একটি অভিযোগ এসেছে এবং তার ভিত্তিতে বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সংসদের বাইরে ঘটা অভিযোগের ভিত্তিতে হলেও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব। তবে অভিযোগের ভিত্তিতে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তাই এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। পুলিশ এখনও বিষয়টি তদন্ত করছে।

এক সঙ্গে অনেক সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে নয়া সংসদ ভবনের মকর দ্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অবিকল নকল করতে। ব্যঙ্গাত্মক সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন রাহুল গান্ধী।

এই ঘটনা নজরে পড়তেই ফুঁসে উঠলেন জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিরক্তিকর এবং লজ্জাজনক। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ মিমিক্রি করছেন এবং অপর একজন সেটির ভিডিয়ো করছেন, এটি দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়, মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...