Homeখবরদেশজগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা দায়ের দিল্লি পুলিশের

প্রকাশিত

নয়াদিল্লি: বিরোধী সাংসদদের সাসপেন্ড করার পরে, সংসদ চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করার অভিযোগ উঠছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই বিতর্কই ক্রমশ বহরে বাড়ছে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, অভিষেক গৌতম নামে এক আইনজীবী ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে। এর ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। অভিষেক তাঁর অভিযোগে উপরাষ্ট্রপতিকে অপমান করার দাবি করেছেন এবং তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী বলেছেন, জনৈক আইনজীবী অভিযোগ করেছেন। তাঁকে বলা হয়েছিল যে বিষয়টি নয়াদিল্লি জেলার সঙ্গে সম্পর্কিত। অভিযোগটি গৃহীত হয়েছে এবং নয়াদিল্লি জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। স্টেশন ইনচার্জ বলেন, একটি অভিযোগ এসেছে এবং তার ভিত্তিতে বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি সংসদের বাইরে ঘটা অভিযোগের ভিত্তিতে হলেও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব। তবে অভিযোগের ভিত্তিতে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তাই এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। পুলিশ এখনও বিষয়টি তদন্ত করছে।

এক সঙ্গে অনেক সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে নয়া সংসদ ভবনের মকর দ্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অবিকল নকল করতে। ব্যঙ্গাত্মক সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন রাহুল গান্ধী।

এই ঘটনা নজরে পড়তেই ফুঁসে উঠলেন জগদীপ ধনখড়। তিনি বলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিরক্তিকর এবং লজ্জাজনক। সব কিছুর একটা লিমিট থাকা উচিত। একজন সিনিয়র সাংসদ মিমিক্রি করছেন এবং অপর একজন সেটির ভিডিয়ো করছেন, এটি দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়, মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।