Homeখবরদেশপশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট নির্বিঘ্ন, ভোটের হার ৫৯%

পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে ভোট নির্বিঘ্ন, ভোটের হার ৫৯%

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত ঘটনা, এই রাজ্য এবং ওড়িশায় ইভিএম-এ গণ্ডগোল এবং মহারাষ্ট্রে অতি ধীর গতিতে ভোট নেওয়ার অভিযোগ ছাড়া সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট নির্বিঘ্নেই কাটল। এ দিন ভোটদানের হার ছিল ৫৯.৪২%। রাত ১০টায় নির্বাচন কমিশন এই তথ্য দিয়েছে। শহরাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ভোটদানে অনাগ্রহ লক্ষ করা গিয়েছে।

সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৭৩.১৪%। আর সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ৫৩.৫১%। এ দিন মুম্বইয়ের ৬টি লোকসভা আসনে ভোট নেওয়া হয়। ওই ৬টি আসনে ভোট পড়ে ৪৬% থেকে ৫৪% পর্যন্ত। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ঠানে শহরে ভোট পড়েছে ৪৯.৮১%। বিহারেও ভোটের হার বেশ কম, ৫৩.৭৮%।

এ দিন ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া হল। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১৪টি, ওড়িশার ৫টি, জম্মু-কাশ্মীরের ১টি, লাদাখের ১টি, ঝাড়খণ্ডের ৩টি, পশ্চিমবঙ্গের ৭টি, বিহারের ৫টি এবং মহারাষ্ট্রের ১৩টি আসন। পশ্চিমবঙ্গের যে ৭ কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ।

সব মিলিয়ে লোকসভার ৪২৮টি কেন্দ্রে ভোট নেওয়া সম্পন্ন হল।  বাকি রইল দু’ দফার ভোট – ২৫ মে এবং ১ জুন। ২৫ মে লোকসভার ৫৮টি আসনে এবং ১ জুন ৫৭ আসনে ভোট নেওয়া হবে।

জম্মু-কাশ্মীরের বরামুলায় ৪০ বছরে সর্বাধিক ভোট পড়ল। এখানে ভোটের হার ৫৬.০৪%। এই কেন্দ্রে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। লাদাখে ভোট পড়েছে ৬৭%-এর বেশি।

অশক্ত বৃদ্ধাকে ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ছবি: রাজীব বসু।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভোট দিতে পারলেন না

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন এ দিন ভোট দিতে পারলেন না। তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটার। দেখা যায়, ভোটার লিস্টে তাঁর নাম নেই। এক নির্বাচন আধিকারিক এই খবর দেন। হাওড়া শহরের এক ভোটকেন্দ্রে বাবুনবাবু ভোট দিতে যান। গিয়ে দেখেন ভোটার তালিকায় তাঁর নাম নেই।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন বলেন, “গোটা বিষয়টি ভারতের নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। কেন এ রকম হল এর ব্যাখ্যা একমাত্র তারাই দিতে পারবে।”

সংবাদসংস্থা পিটিআই যোগাযোগ করলে বাবুনবাবু তাঁর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আজ ভোট দিতে গেছিলাম। দেখলাম আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি এত বছর ধরে ভোট দিয়ে আসছি। আমি এ বছর ভোট দিতে পারলাম না, আমি খুব হতাশ। গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমার ভোট দেওয়ার অধিকার রয়েছে।”

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, “টিটাগড়ের ১০৮ নম্বর বুথে কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তার মানে তৃণমূল কংগ্রেসের পায়ের নীচে থেকে মাটি সরে গেছে।” ব্যারাকপুরে অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক এবং সিপিএমের দেবদুত ঘোষ।

আরও পড়ুন

১৯৮৪-এর পর সর্বাধিক ভোট পড়ল জম্মু-কাশ্মীরের বরামুলায়

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...