Homeখবরদেশপশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। সোমবার ভোট পড়ার হার ছিল ৬৩ শতাংশ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এই খবর জানা গিয়েছে। এ দিনের ভোটের পর লোকসভার ৩৭৮টি আসনে ভোট নেওয়া হল।

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৯৪ শতাংশ। তার পরেই রয়েছে মধ্যপ্রদেশ, ৬৮.৬৩ শতাংশ। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড। সেখানে ভোট পড়েছে ৬৩.৩৭ শতাংশ। উত্তরপ্রদেশ ও বিহারে ভোটের হার যথাক্রমে ৫৭.৮৮ শতাংশ ও ৫৫.৯০ শতাংশ।

লোকসভার যে ৯৬টি আসনে এ দিন ভোট নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২৫), উত্তরপ্রদেশ (১৩), ওড়িশা (৪), জম্মু-কাশ্মীর (১), ঝাড়খণ্ড (৪), তেলঙ্গানা (১৭), পশ্চিমবঙ্গ (৮), বিহার (৫), মধ্যপ্রদেশ (৮) এবং মহারাষ্ট্র (১১)।  হাভেলির লোকসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং মধ্যপ্রদেশে লোকসভা ভোটপ্রক্রিয়া এ দিন সম্পূর্ণ হল।

জম্মু-কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে আজ ভোট নেওয়া হল। ২০১৯-এ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ হয়ে যাওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে ভোট হচ্ছে। রাত ৮টা পর্যন্ত শ্রীনগর কেন্দ্রে ভোট পড়ার হার ৩৬.৫৮ শতাংশ। ১৯৯৬-এর পরে সর্বাধিক ভোট পড়ল এই কেন্দ্রে। ২০১৯-এর নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল ১৪.৪৩ শতাংশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ পশ্চিমবঙ্গে

এ দিন দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বীরভূমের একটি ভোটকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের একটি বুথ ভেঙে দিয়েছে বলে বিজেপি অভিযোগ করে। তৃণমূল কংগ্রেস যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে।

ভোটের আগের দিন রবিবার রাতে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামে মিন্টু শেখ নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে বোমা মেরে খুন করা হয়। মিন্টু শেখ বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এই খুনের জন্য সিপিএমের দিকে আঙুল তোলে তৃণমূল কংগ্রেস। সিপিএম এই অভিযোগ অস্বীকার করে। তবে মিন্টু শেখের ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, এই খুন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হয়েছে।

অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেস ও তেলুগু দেশমের মধ্যে ঝামেলা

তাদের নেতা নন্দিগাম সুরেশের গাড়িতে হামলা করা এবং চিত্তুরে তাদের পোলিং এজেন্টকে ছুরি মারার অভিযোগ তুলল ওয়াইএসআর কংগ্রেস। তাদের অভিযোগের আঙুল তেলুগু দেশম পার্টির দিকে। উল্টো দিকে তেলুগু দেশম অভিযোগ করেছে, মায়দুরুকু কেন্দ্রে তাদের এক এজেন্টের উপর হামলা চালানো হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

আরও পড়ুন

সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি 

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...