Homeখবরদেশপশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। সোমবার ভোট পড়ার হার ছিল ৬৩ শতাংশ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে এই খবর জানা গিয়েছে। এ দিনের ভোটের পর লোকসভার ৩৭৮টি আসনে ভোট নেওয়া হল।

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৯৪ শতাংশ। তার পরেই রয়েছে মধ্যপ্রদেশ, ৬৮.৬৩ শতাংশ। তার পরেই রয়েছে ঝাড়খণ্ড। সেখানে ভোট পড়েছে ৬৩.৩৭ শতাংশ। উত্তরপ্রদেশ ও বিহারে ভোটের হার যথাক্রমে ৫৭.৮৮ শতাংশ ও ৫৫.৯০ শতাংশ।

লোকসভার যে ৯৬টি আসনে এ দিন ভোট নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২৫), উত্তরপ্রদেশ (১৩), ওড়িশা (৪), জম্মু-কাশ্মীর (১), ঝাড়খণ্ড (৪), তেলঙ্গানা (১৭), পশ্চিমবঙ্গ (৮), বিহার (৫), মধ্যপ্রদেশ (৮) এবং মহারাষ্ট্র (১১)।  হাভেলির লোকসভা ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং মধ্যপ্রদেশে লোকসভা ভোটপ্রক্রিয়া এ দিন সম্পূর্ণ হল।

জম্মু-কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে আজ ভোট নেওয়া হল। ২০১৯-এ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ হয়ে যাওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে ভোট হচ্ছে। রাত ৮টা পর্যন্ত শ্রীনগর কেন্দ্রে ভোট পড়ার হার ৩৬.৫৮ শতাংশ। ১৯৯৬-এর পরে সর্বাধিক ভোট পড়ল এই কেন্দ্রে। ২০১৯-এর নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল ১৪.৪৩ শতাংশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ পশ্চিমবঙ্গে

এ দিন দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বীরভূমের একটি ভোটকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের একটি বুথ ভেঙে দিয়েছে বলে বিজেপি অভিযোগ করে। তৃণমূল কংগ্রেস যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে।

ভোটের আগের দিন রবিবার রাতে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রামে মিন্টু শেখ নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে বোমা মেরে খুন করা হয়। মিন্টু শেখ বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। এই খুনের জন্য সিপিএমের দিকে আঙুল তোলে তৃণমূল কংগ্রেস। সিপিএম এই অভিযোগ অস্বীকার করে। তবে মিন্টু শেখের ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, এই খুন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হয়েছে।

অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেস ও তেলুগু দেশমের মধ্যে ঝামেলা

তাদের নেতা নন্দিগাম সুরেশের গাড়িতে হামলা করা এবং চিত্তুরে তাদের পোলিং এজেন্টকে ছুরি মারার অভিযোগ তুলল ওয়াইএসআর কংগ্রেস। তাদের অভিযোগের আঙুল তেলুগু দেশম পার্টির দিকে। উল্টো দিকে তেলুগু দেশম অভিযোগ করেছে, মায়দুরুকু কেন্দ্রে তাদের এক এজেন্টের উপর হামলা চালানো হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

আরও পড়ুন

সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি 

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।