সোমবার ভোটগ্রহণ উত্তর পূর্বে দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে। মোট ৬০ টি বিধানসভা কেন্দ্র থাকলেও ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে ৫৯ টি আসনে। মেঘালয়ে ভোটার সংখ্যা ২১,৩৬৯ অন্যদিকে নাগাল্যান্ডে ভোটার সংখ্যা ১৩ লক্ষ্য। সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। চলবে বিকেল ৪ টে পর্যন্ত। ফলাফল জানা যাবে আগামী মাসের ২ তারিখ।
কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে মেঘালয় এবং নাগাল্যান্ডের ৫৯ টি আসন। শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে লম্বা লাইন দেখা গেল ভোটারদের। সকলকে ভোটদানের আর্জি জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘মেঘালয় এবং নাগাল্যান্ডে বিপুল পরিমাণে ভোট দিয়ে সমস্ত পুরনো রেকর্ড ভেঙ্গে দিন’।
উল্লেখ্য, গত সপ্তাহের শনিবারই শেষ হয়ে গেছে নির্বাচনী প্রচার। নিরাপত্তা বাড়াতে মেঘালয় এবং নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বাংলাদেশ এবং মায়ানমার থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা জারি করেছে কমিশন। যতদিন না নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে ততদিন আন্তর্জাতিক সীমান্ত সিল থাকবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন : আবগারি দুর্নীতির অভিযোগ, পুলিশের জালে দিল্লির উপমুখ্যমন্ত্রী