নয়া দিল্লি : দীর্ঘদিন ধরেই আবগারি দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই ঘটনায় আজ অর্থাৎ রবিবার গ্রেফতার করা হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এদিন তাঁর বাড়িতে এবং দফতরে হানা দিয়েছিল সিবিআই। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে।
যদিও উপমুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন গ্রেফতার হওয়ার জন্য তৈরি তিনি। এমনকি সাত আট মাস জেলে থাকার জন্যও প্রস্তুত বলেই দাবি করেছিলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যদি আমাকে কয়েক মাসের জন্য জেলে থাকতে হয় তো আমি থাকবো। আমার এসব এ কিছুই যায় আসে না। কারণ আমি ভগৎ সিং এর ভক্ত। দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি’।
রবিবার সকাল নাগাদ সিসোদিয়ার বাড়ি পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেরা করা হয় উপমুখ্যমন্ত্রীকে। ব্যবস্থা করা হয়েছিল অতিরিক্ত নিরাপত্তার। কিন্তু এত কিছুর পরেও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভে নামেন আপ নেতা কর্মীরা। ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজন আপ নেতাকর্মীকে।
উল্লেখ্য, বিগত বছরের অগাস্ট মাসে আবগারি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ছিল সিসোদিয়া সহ মোট ১৪ জনের। তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল অভিযোগ। আর সেই থেকেই তদন্ত শুরু করেছিলেন সিবিআই আধিকারিকরা। গত রবিবার তলব করা হয়েছিল তাঁকে। তবে বাজেট প্রস্তুতির অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। ফের আজ তাঁকে তলব করা হয়েছিল। টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর আটক করা হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে।
আরও পড়ুন : জল্পনার অবসান, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না সোনিয়া
আরও পড়ুন: বকেয়া ডিএ-র দাবিতে মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক