Homeখবরদেশবৃষ্টির সম্ভাবনা নেই, সোম থেকে বুধ দ্রুত বাড়বে তাপমাত্রা

বৃষ্টির সম্ভাবনা নেই, সোম থেকে বুধ দ্রুত বাড়বে তাপমাত্রা

প্রকাশিত

নয়াদিল্লি: মাঝে বৃষ্টিতে সাময়িক স্বস্তি। এ বার নিজের ‘রূপ’ দেখাতে শুরু করেছে গরম। বিশেষ করে দিনের তাপমাত্রা বাড়ছে। রবিবার (৯ মার্চ) ছিল চলতি মরশুমের উষ্ণতম দিন। চলতি সপ্তাহে তাপমাত্রা দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আগামী ৩-৫ দিনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রবিবার এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

আইএমডি জানিয়েছে, এই সময়ের মধ্যে উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম হিমালয় অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আগামী পাঁচ দিনের মধ্যে কেরলে বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে ঝড়ো হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আবহাওয়া বিভাগের মতে, সোমবার তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, বিদর্ভ, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

এ দিকে আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপু-সহ একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কমবে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই।

আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সোমবার কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...