Homeখবরদেশফের ঊর্ধ্বমুখী পারদ, বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে

ফের ঊর্ধ্বমুখী পারদ, বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে

প্রকাশিত

শনিবার দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা বাড়বে। আকাশ পরিষ্কার থাকবে। একই সঙ্গে কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘মোকা’ও আজ থেকে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ দিন থেকে ফের তাপমাত্রার পারদ চড়বে দিল্লি, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্যে। আবহাওয়াবিদের মতে, আরব সাগর ও বঙ্গোপসাগরের তাপমাত্রা দ্রুত বাড়ছে। ভারত মহাসাগরেও তাপমাত্রা বাড়ছে। এখান থেকে প্রবাহিত গরম বাতাস সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভারত ও পাকিস্তানে।

গত দুই সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রাক-বর্ষা সময়কালে (১ মার্চ থেকে ৩১ মে) দিল্লিতে এখনও পর্যন্ত ২০০ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। সাধারণত পুরো প্রাক-বর্ষা সময়কালে এখানে ৪৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জাতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুসারে অনুসারে, প্রাক-বর্ষা মরশুমে এখনও পর্যন্ত সারা দেশে ২৮ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে।

একটি বেসরকারি আবহাওয়া সংস্থার মতে, উত্তর-পূর্ব ভারত, সিকিম, পঞ্জাব, হরিয়ানা, ছত্তীসগঢ়, ওড়িশা, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তেলঙ্গনা এবং মহারাষ্ট্রের বিচ্ছিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়াও রাজস্থানে হালকা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সঙ্গেই বৃষ্টি হতে পারে।

এ দিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

হাওয়া অফিসের মতে, “শনিবার (৬ মে) আনুমানিক দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ৭ মে নাগাদ একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে ৮ মে। এর পরে, এটি প্রায় উত্তর দিকে, মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোকা’ কি কলকাতায় প্রভাব ফেলবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...