Homeখবরদেশ‘এক দেশ এক ভোট’, পক্ষে-বিপক্ষের যুক্তিগুলো কী?

‘এক দেশ এক ভোট’, পক্ষে-বিপক্ষের যুক্তিগুলো কী?

প্রকাশিত

সেপ্টেম্বরে পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, আগাম ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে। সরকারের এই হঠাৎ অধিবেশ ডাকা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের কেউ কেউ বলছেন, ‘এক দেশ, এক ভোট’ বিল আনতেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। 

বিলটি তৈরির জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও তৈরি হয়েছে।  যে কমিটি পর্যালোচনা করবে বিলটিকে নিয়ে। এই  ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মানুষের মনেও নানা প্রশ্ন। এই নীতি কার্যকর হলে কতটা সুবিধা বা অসুবিধা হবে তা নিয়ে আমজনতার মনে নানা প্রশ্ন। 

 ‘এক দেশ, এক ভোট’-এর সুবিধা কী?

‘এক দেশ, এক ভোট’ বিধি চালু হলে লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে হবে। এর ফলে আলাদা করে নির্বাচনের জন্য যে খরচ হবে তা বাঁচাবে। একটি হিসাব অনুযায়ী ২০১৯ সালে লোকসভা ভোটে খরচ হয়েছিল ৬০ হাজার কোটি টাকা। 

পক্ষের যুক্তি হিসাবে বলা হচ্ছে, এর ফলে সরকারি আধিকারিকদের কর্মসময় অপচয় কমবে। বছবরের বিভিন্ন সময় ভোটের কারণে তাঁদের ব্যস্ত থাকতে হয়, তার কারণে অনেকটাই সময় নষ্ট হয়।

তাছাড়া ভোট ঘোষণার পরপরই আদর্শ আচরণ বিধি চালু হয়ে যায়। ফলে থমকে যায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প। ‘এক দেশ, এক ভোট’ কার্যকর হলে  সেই সমস্যা দূর হবে।

তাছাড়া এর পক্ষে আরও একটি যুক্তি হল, এর ফলে ভোটদানের হার বেড়ে যাবে। কারণ যেহেতু একবার ভোট দিয়ে যাবেন ভোটাররা।

‘এক দেশ, এক ভোট’-এর অসুবিধা কী?

এর বিপক্ষের যুক্তি হল, এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাত আসবে। গুরুত্ব হারাবে আঞ্চলিক দলগুলি। প্রচারের খরচের বহরে তারা জাতীয়স্তরের দলগুলির সঙ্গে পেরে উঠবে না।  

বিরোধীদের মতে, গুরুত্ব হারাবে আঞ্চালিক ইস্যুগুলোও। অগ্রাধিকার পাবে জাতীয়স্তরের ইস্যুগুলি। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর হলে একটি মাত্র রাজনৈতিক দল লাভবান হবে। যেহেতু কেন্দ্রের হাত দিয়ে বিভিন্ন প্রকল্পের টাকা আসে তাই ‘ডবল ইঞ্জিন’ সরকারের পক্ষেই মত দেবে ভোটাররা।

আরও পড়ুন: ‘সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই’, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন পুত্রের মন্তব্যে জোর বিতর্ক 

এই ব্যবস্থা কী আগে ছিল?

১৯৬৭ সাল পর্যন্ত লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হতো। সময়ের আগে কয়েক রাজ্যের বিধানসভা ভেঙে যাওয়ার কারণে তাতে বদল আসে। আলাদা করে নির্বাচন হয়। ১৯৮৩ সালে লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে করানোর প্রস্তাব দেন নির্বাচন কমিশন। কিন্তু তা মেনে নেয়নি তৎকালীন কেন্দ্রীয় সরকার। ১৯৯৯ সালে আইন কমিশনের রিপোর্টে এক সঙ্গে নির্বাচন করানোর পক্ষে সাওয়াল করা হয়। দ্বিতীয় দফায় ক্ষমতা আাসার পর এ নিয়ে সওয়াল করতে শুরু করে বিজেপি। এ বার ‘এক দেশ, এক ভোট’ কোমর বেঁধে লেগেছে মোদী সরকার।

বিশ্বের আর কোথায় হয়?

জার্মানিতে প্রথম সংগঠিতভাবে চালু হয় ‘এক দেশ, এক ভোট’ চালু হয়। পরবর্তীকালে যা ছড়িয়ে পড়ে বলকান ও পূর্ব ইউরোপে। বর্তমানে স্পেন, স্লোভেনিয়া, আলবেনিয়া, পোল্যান্ড ও বেলজিয়ামে এক দেশ এক নির্বাচন ফর্মুলায় ভোট হয়ে থাকে।

এছাড়া জনমত আদায়ের জন্য  নীতি অবলম্বন করেছে হাঙ্গেরিও। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত রাশিয়ার ব্লকে ছিল এই দেশ। ১৯৯০-তে সোভিয়েত ভেঙে যাওয়ার পর নতুন শতাব্দীর গোড়ার দিকে সেখানে চালু হয় এক দেশ, এক ভোট’।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...