Homeখবরদেশকে এই মোহন যাদব, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী

কে এই মোহন যাদব, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

ভোপাল: পরিষদীয় রাজনীতিতে আসার দশ বছরের মাথায় মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব। মধ্যপ্রদেশের বিদায়ী শিবরাজ সিং চৌহান মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। মোহন যাদব এই নিয়ে টানা তিনবার উজ্জয়িনী-দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হলেন।

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ব্যবধানে জেতার পর থেকেই জল্পনা চলছিল, রাজ্যে মুখ্যমন্ত্রীর গদিতে দল এবার নতুন মুখ আনতে পারে। এর পোঁ সোশ্যাল মিডিয়ায় বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের একটি পোস্টের পর থেকেই জল্পনা আরও বেড়ে যায়। ওই পোস্টে বিদায়ী মুখ্যমন্ত্রীর হাতজোড় করা একটি ছবির তলায় লেখা হয়, ‘সকলকে রাম-রাম’। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এটিকে শিবরাজের বিদায়বার্তা বলেই ধরে নেয়।

স্বল্প চেনা মোহনকে দায়িত্ব

কিন্তু শিবরাজের জায়গায় কাকে দল মুখ্যমন্ত্রী করবে? বাতাসে নানা নাম ভাসতে থাকে। উঠে আসে দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর ও প্রহ্লাদ পটেল এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের নাম। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দলের রাজ্য সভাপতি বিষ্ণুদত্ত শর্মার নামও আলোচিত হয়। কিন্তু শেষ পর্যন্ত এঁদের সবাইকে পিছনে ফেলে স্বল্প চেনা মোহন যাদবকে যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে তা কেউই কল্পনা করতে পারেননি।

প্রসঙ্গত, এ বারের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন এবং কংগ্রেস পেয়েছে ৬৬টি আসন। বিজেপি পেয়েছে মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ আর কংগ্রেস পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। দুই দলের ভোটের পার্থক্য আট শতাংশ হলেও আসন জয়ের নিরিখে অনেক বেশি লাভবান হয়েছে বিজেপি।

সরস্বতী-লক্ষ্মীর কৃপাধন্য মোহন

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যথেষ্ট উচ্চশিক্ষিত। বিজ্ঞানে স্নাতক মোহন আইন নিয়ে পড়াশোনা করে এলএলবি পাশ করেন। পরে পিএই ডি-ও করেন।

শুধু সরস্বতীই নয়, লক্ষ্মীরও যথেষ্ট কৃপালাভ করেছেন মোহন যাদব। ২০২৩ বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে যে হলফনামা পেশ করতে হয়, তা থেকে জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪২ কোটি টাকা।       

২০১৩-তে প্রথমবার বিধানসভা ভোটে লড়েন মোহন। এর আগে ২০০৪ সাল থেকে ২০১০ সালে পর্যন্ত উজ্জয়িনী পর্ষদের চেয়ারম্যান এবং ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মধ্যপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তিনি।

আরও পড়ুন

শিবরাজ সিং চৌহানের জমানা শেষ, মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...