Homeখবরদেশব্রিজভূষণের বিরুদ্ধে আর রাস্তায় নয়, কুস্তিগিররা লড়বেন আদালতে

ব্রিজভূষণের বিরুদ্ধে আর রাস্তায় নয়, কুস্তিগিররা লড়বেন আদালতে

দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন দেশের শীর্ষ কুস্তিগিরেরা। তবে আর রাস্তায় নয়, এ বার কুস্তিগিররা লড়বেন আদালতে।

প্রকাশিত

নয়াদিল্লি: সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন কুস্তিগিরেরা। তাঁর বিরুদ্ধে এফআইআর-ও করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন দেশের শীর্ষ কুস্তিগিরেরা। তবে আর রাস্তায় নয়, এ বার কুস্তিগিররা লড়বেন আদালতে।

রবিবার একযোগে টুইট করেছেন যেবিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। তাঁদের বক্তব্য, সরকার ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট দায়ের করার প্রতিশ্রুতি পূরণ করেছে। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত কুস্তিগিররা থামবেন না। তবে এখন লড়াই রাস্তায় নয়, আদালতে হবে।

আরও পড়ুন: ‘এখানেই খাব এবং ঘুমাব’, ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

তাঁদের কথায়, “আমাদের প্রতিবাদ চলবে, তবে রাস্তায় নয়, কোর্টে। ভারতের কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ১১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করব।”

কুস্তিগিররা আরও বলেছেন, “ফেডারেশনে সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতি অনুসারে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। ১১ জুলাইয়ের নির্বাচন নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য আমরা অপেক্ষা করব”।

উল্লেখযোগ্য ভাবে, টুইটারে এই বিবৃতি পোস্ট করার কয়েক মিনিট পরে, বিনেশ এবং সাক্ষী টুইট ফের টুইট করে জানিয়েছেন, তাঁরা কয়েক দিনের জন্য ইন্টারনেট মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন।

bajrang

প্রসঙ্গত, দিল্লি পুলিশ ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নিয়েছে। তদন্ত শুরু হয়েছে। সেই কারণেই কুস্তিগিরেরা রাস্তায় নেমে প্রতিবাদ থেকে সরে এলেন বলে মনে করা হচ্ছে। ব্রিজভূষণ যদিও তাঁর উপরে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যদিও তাঁকে কুস্তি সংস্থার প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি, কয়েকটিতে ভারী বর্ষণ

সাম্প্রতিকতম

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে