Homeখেলাধুলো'এখানেই খাব এবং ঘুমাব', ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

‘এখানেই খাব এবং ঘুমাব’, ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

প্রকাশিত

নয়াদিল্লি: ফের ধর্নায় বসলেন দেশের নামী কুস্তিগিররা। চলতি বছরের শুরুতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-র প্রধান এবং অন্যান্য প্রশিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তাঁরা। প্রায় মাসতিনেক পর মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ফিরে এসেছেন তাঁরা৷

কেন্দ্রীয় দিল্লির কনৌট প্লেস থানায় ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। অভিযোগের ভিত্তিতে এখনও এফআইআর দাখিল করা হয়নি। এ ব্যাপারে দিল্লি পুলিশের দিকেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তাঁরা।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, তাঁরা হতাশ যে এই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি প্যানেলের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তাঁর কথায়, “আমরা চাই যে রিপোর্টে মহিলা কুস্তিগিরদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, তা প্রকাশ্যে আনা হোক। এটি একটি সংবেদনশীল বিষয়, অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে”। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগকারীদের নাম ফাঁস করা উচিত নয়।

দেশের আরেক শীর্ষ কুস্তিগির বজরং পুনিয়া বলেন, “ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”

বিনেশ ফোগাটের অভিযোগ, “যত দিন না বিচার পাই আমরা এখানেই খাব এবং ঘুমাব। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বাকি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি গত তিন মাস ধরে। কমিটির তরফেও কোনো উত্তর দেওয়া হচ্ছে না। আমাদের ফোন ধরা হয় না। আমরা দেশের জন্য পদক জিতেছি। কিন্তু তার পরেও আমাদের কেরিয়ার ঝুঁকির মধ্যে।”

প্রসঙ্গত, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে গত ২৩ জানুয়ারী কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করেছিল ক্রীড়ামন্ত্রক। বলা হয়েছিল, এক মাসের মধ্যে নিজের রিপোর্ট জমা করবে। পরে, এর জন্য দুই সপ্তাহের সময়সীমাও বাড়ানো হয়। প্রতিবাদী কুস্তিগিরদের জেদের কাছে নতিস্বীকার করে তদন্ত প্যানেলে ববিতা ফোগাটকে ষষ্ঠ সদস্য হিসাবে যুক্ত করা হয়।

এপ্রিলের প্রথম সপ্তাহে কমিটি নিজের রিপোর্ট জমা করলেও তা মন্ত্রকের তরফে এখনও প্রকাশ্যে আনা হয়নি। একটি সূত্র জানায়, বেশ কয়েকটি শুনানির পরও কুস্তিগিররা ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি!

অন্য দিকে, ব্রিজভূষণের অভিযোগ, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ জাতীয় স্তরে একটাও প্রতিযোগিতায় নামেনি। সেটা নিয়ে কথা বলেছি বলেই তাঁর উপর রাগ। তাই তাঁকে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুন: এক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতের পুরুষ ও মহিলা তিরন্দাজি দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে

প্যারিস: আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার আগেই বৃহস্পতিবার বসে গেল তিরন্দাজির আসর। এবং প্রথম...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই, আর্থিক সহায়তার অঙ্গীকার

খবর অনলাইন ডেস্ক: আর দিনতিনেক পরেই শুরু হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিক্স। আর সেই অলিম্পিক্সগামী...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ভারতীয় অ্যাথলেটদের দল থেকে কেন হঠাৎ বাদ আভা খাটুয়ার নাম, মিলছে না কোনো সদুত্তর

খবরঅনলাইন ডেস্ক: কয়েক দিন আগে ৩০ জন অ্যাথলেটের নাম ঘোষণা করা হয়েছিল, যাঁরা এবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?