Homeখেলাধুলো'এখানেই খাব এবং ঘুমাব', ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

‘এখানেই খাব এবং ঘুমাব’, ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

প্রকাশিত

নয়াদিল্লি: ফের ধর্নায় বসলেন দেশের নামী কুস্তিগিররা। চলতি বছরের শুরুতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-র প্রধান এবং অন্যান্য প্রশিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তাঁরা। প্রায় মাসতিনেক পর মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ফিরে এসেছেন তাঁরা৷

কেন্দ্রীয় দিল্লির কনৌট প্লেস থানায় ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। অভিযোগের ভিত্তিতে এখনও এফআইআর দাখিল করা হয়নি। এ ব্যাপারে দিল্লি পুলিশের দিকেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তাঁরা।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, তাঁরা হতাশ যে এই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি প্যানেলের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তাঁর কথায়, “আমরা চাই যে রিপোর্টে মহিলা কুস্তিগিরদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, তা প্রকাশ্যে আনা হোক। এটি একটি সংবেদনশীল বিষয়, অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে”। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগকারীদের নাম ফাঁস করা উচিত নয়।

দেশের আরেক শীর্ষ কুস্তিগির বজরং পুনিয়া বলেন, “ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”

বিনেশ ফোগাটের অভিযোগ, “যত দিন না বিচার পাই আমরা এখানেই খাব এবং ঘুমাব। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বাকি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি গত তিন মাস ধরে। কমিটির তরফেও কোনো উত্তর দেওয়া হচ্ছে না। আমাদের ফোন ধরা হয় না। আমরা দেশের জন্য পদক জিতেছি। কিন্তু তার পরেও আমাদের কেরিয়ার ঝুঁকির মধ্যে।”

প্রসঙ্গত, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে গত ২৩ জানুয়ারী কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করেছিল ক্রীড়ামন্ত্রক। বলা হয়েছিল, এক মাসের মধ্যে নিজের রিপোর্ট জমা করবে। পরে, এর জন্য দুই সপ্তাহের সময়সীমাও বাড়ানো হয়। প্রতিবাদী কুস্তিগিরদের জেদের কাছে নতিস্বীকার করে তদন্ত প্যানেলে ববিতা ফোগাটকে ষষ্ঠ সদস্য হিসাবে যুক্ত করা হয়।

এপ্রিলের প্রথম সপ্তাহে কমিটি নিজের রিপোর্ট জমা করলেও তা মন্ত্রকের তরফে এখনও প্রকাশ্যে আনা হয়নি। একটি সূত্র জানায়, বেশ কয়েকটি শুনানির পরও কুস্তিগিররা ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি!

অন্য দিকে, ব্রিজভূষণের অভিযোগ, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ জাতীয় স্তরে একটাও প্রতিযোগিতায় নামেনি। সেটা নিয়ে কথা বলেছি বলেই তাঁর উপর রাগ। তাই তাঁকে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুন: এক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

সাম্প্রতিকতম

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

নিজের মন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে তুলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে...

আরও পড়ুন

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...

এশিয়ান প্যারা গেমস: ক্রীড়াক্ষেত্রে ইতিহাস গড়ল ভারত, জিতে নিল ২৯ সোনা-সহ ১১১ পদক

হ্যাংঝাউ: নিজেদের ঝুলিতে ১১১টা পদক ভরে এশিয়ান প্যারা গেমস শেষ করল ভারত। চিনের হ্যাংঝাউয়ে...