Homeখেলাধুলো'এখানেই খাব এবং ঘুমাব', ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

‘এখানেই খাব এবং ঘুমাব’, ফেডারেশন প্রধানের গ্রেফাতারির দাবিতে ফের ধর্নায় কুস্তিগিররা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয়াদিল্লি: ফের ধর্নায় বসলেন দেশের নামী কুস্তিগিররা। চলতি বছরের শুরুতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-র প্রধান এবং অন্যান্য প্রশিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তাঁরা। প্রায় মাসতিনেক পর মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ফিরে এসেছেন তাঁরা৷

কেন্দ্রীয় দিল্লির কনৌট প্লেস থানায় ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। অভিযোগের ভিত্তিতে এখনও এফআইআর দাখিল করা হয়নি। এ ব্যাপারে দিল্লি পুলিশের দিকেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তাঁরা।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, তাঁরা হতাশ যে এই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি প্যানেলের রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। তাঁর কথায়, “আমরা চাই যে রিপোর্টে মহিলা কুস্তিগিরদের বক্তব্য রেকর্ড করা হয়েছে, তা প্রকাশ্যে আনা হোক। এটি একটি সংবেদনশীল বিষয়, অভিযোগকারীদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে”। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগকারীদের নাম ফাঁস করা উচিত নয়।

দেশের আরেক শীর্ষ কুস্তিগির বজরং পুনিয়া বলেন, “ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”

বিনেশ ফোগাটের অভিযোগ, “যত দিন না বিচার পাই আমরা এখানেই খাব এবং ঘুমাব। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বাকি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি গত তিন মাস ধরে। কমিটির তরফেও কোনো উত্তর দেওয়া হচ্ছে না। আমাদের ফোন ধরা হয় না। আমরা দেশের জন্য পদক জিতেছি। কিন্তু তার পরেও আমাদের কেরিয়ার ঝুঁকির মধ্যে।”

প্রসঙ্গত, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে গত ২৩ জানুয়ারী কিংবদন্তি বক্সার এমসি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করেছিল ক্রীড়ামন্ত্রক। বলা হয়েছিল, এক মাসের মধ্যে নিজের রিপোর্ট জমা করবে। পরে, এর জন্য দুই সপ্তাহের সময়সীমাও বাড়ানো হয়। প্রতিবাদী কুস্তিগিরদের জেদের কাছে নতিস্বীকার করে তদন্ত প্যানেলে ববিতা ফোগাটকে ষষ্ঠ সদস্য হিসাবে যুক্ত করা হয়।

এপ্রিলের প্রথম সপ্তাহে কমিটি নিজের রিপোর্ট জমা করলেও তা মন্ত্রকের তরফে এখনও প্রকাশ্যে আনা হয়নি। একটি সূত্র জানায়, বেশ কয়েকটি শুনানির পরও কুস্তিগিররা ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ করতে পারেননি!

অন্য দিকে, ব্রিজভূষণের অভিযোগ, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ জাতীয় স্তরে একটাও প্রতিযোগিতায় নামেনি। সেটা নিয়ে কথা বলেছি বলেই তাঁর উপর রাগ। তাই তাঁকে ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুন: এক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

উইম্বলডন ২০২৫: পুরুষদের টেনিসে নতুন চ্যাম্পিয়ন, আলকারাজকে হারিয়ে মাত করলেন সিনার

লন্ডন: বদলা নিতে ঠিক পাঁচ সপ্তাহ লাগল। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজকে উইম্বলডন পুরুষদের টেনিসে...

উইম্বলডন ২০২৫: প্রতিপক্ষকে কোনো গেম জিততে না দিয়ে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক   

লন্ডন: মহিলাদের টেনিসে প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন পেল পোল্যান্ড। বিশ্ব র‍্যাঙ্কিং-এ চার নম্বরে থাকা ইগা...

উইম্বল্ডন ২০২৫: আশাপূরণ হল না জোকোভিচের, পুরুষদের ফাইনালে মুখোমুখি আলকারাজ ও সিনার

লন্ডন: ২৫তম গ্র্যান্ড স্লাম পাওয়ার আশা পূরণ হল না নোভাক জোকোভিচের। উইম্বল্ডনে পর পর...