Homeখবরদেশকৃষক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বহু অ্যাকাউন্ট সাসপেন্ড! তা হলে কি সরকারি নির্দেশ...

কৃষক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বহু অ্যাকাউন্ট সাসপেন্ড! তা হলে কি সরকারি নির্দেশ পুরোপুরি মেনে নিল ‘এক্স’?

প্রকাশিত

নয়াদিল্লি: আবারও কৃষক আন্দোলনে উত্তাল রাজধানী দিল্লি। এমন আবহে মাইক্রো ব্লগিং সাইট এক্স (আগের টুইটার) কৃষক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বহু অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে বলে খবর। তবে ভারত সরকারের আদেশ মেনে নিলেও কিছু ক্ষেত্রে তারা ‘অসম্মতি’ প্রকাশ করেছে বলে মত বিশেষজ্ঞদের।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, এলন মাস্কের এক্স (আগের টুইটার) কৃষকদের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত অনেক অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট ফ্যান পেজ বা অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে। স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে অনেক বিশিষ্ট কৃষক নেতা এবং তাঁদের সমর্থকদের অ্যাকাউন্টও রয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, ভারত সরকার এক্স-কে কৃষকদের প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত অ্যাকাউন্ট এবং পোস্ট স্থগিত করার নির্দেশ দিয়েছিল। কৃষকদের ‘দিল্লি চলো প্রতিবাদ’ সংক্রান্ত বিষয়ে এই নির্দেশ জারি করেছিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দশম দিনে পড়েছে কৃষকদের এই আন্দোলন।

কৃষক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত অ্যাকাউন্ট এবং পোস্টগুলি স্থগিত করার জন্য ভারত সরকারের আদেশ মেনে নিলেও এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করেছে এক্স। বলা হয়েছে, সরকারের নির্দেশ অনুসরণ করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যবহারকারীদের এই পদক্ষেপ সম্পর্কে অবহিত করাও হয়েছে।

মত প্রকাশের স্বাধীনতার উদ্ধৃতি দিয়ে, এলন মাস্কের কোম্পানি স্পষ্ট করে বলেছে, “কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসরণ করে, কোম্পানি শুধুমাত্র ভারতে এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি ব্লক করবে। যাইহোক, আমরা এই কাজের সঙ্গে একমত নই। আমরা বিশ্বাস করি যে মত প্রকাশের স্বাধীনতা এই পোস্টগুলিতেও প্রসারিত হওয়া উচিত।”

স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ১৪ এবং ১৯ ফেব্রুয়ারি তথ্য়প্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে আদেশ জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে, আইনশৃঙ্খলা বজায় রাখতে ১১৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েব লিঙ্কগুলি সাময়িক ভাবে বন্ধ করার আদেশ জারি করা হয়েছিল। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট এবং আরও কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট এবং লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ জারি করেছে কেন্দ্র।

উল্লেখ্য, পঞ্জাব ও হরিয়ানা রাজ্যের মাঝে শাম্ভু সীমান্ত-সহ রাজধানী দিল্লির প্রান্তে টিকরি বা সিঙ্ঘু সীমানা গত ১৩ ফেব্রুয়ারি থেকে বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে কৃষকদের ডাকা ‘দিল্লি চলো’ অভিযানের জেরে। তীব্র প্রতিরোধের মুখেও পিছু হঠতে রাজি হচ্ছেন না আন্দোলনকারী কৃষকরা।

আরও পড়ুন: আধার সমস্যা মেটাতে পোর্টাল, হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাজ্যের, জানুন কী ভাবে আবেদন জানাবেন

সাম্প্রতিকতম

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...