Homeখবররাজ্যএকুশে বার্তা ২৪-এর! 'বিজেপি হারলে ভারত জিতবে', হুঙ্কার মমতার

একুশে বার্তা ২৪-এর! ‘বিজেপি হারলে ভারত জিতবে’, হুঙ্কার মমতার

প্রকাশিত

কলকাতা: কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি স্পষ্ট আহ্বান। বিনিময়ে কোনো ‘চেয়ার’ নয়। বৃহস্পতিবার ধর্মতলায় দলের শহিদ দিবস-এর মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমরা ২০২৪ সালের লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চাই। এ ছাড়া আমাদের আর কোনও দাবি নেই। কোনো চেয়ার চাই না।”

২১ জুলাইয়ের সমাবেশে (21st July TMC Rally) বক্তৃতা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ অন্য নেতারা। সভার শেষ বক্তা ছিলেন মমতা। এ দিনের কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল নিয়ে ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো।

দলের কর্মীদের তিনি জানিয়ে দিলেন, ২০২৪ লোকসভা ভোটে কী ভাবে ‘ইন্ডিয়া’ জোটের ব্যানারে লড়াই করবে তৃণমূল। বিরোধীদের নবগঠিত জোট প্রসঙ্গে মমতা বলেন, “আমি খুশি যে এই ২৬টি বিরোধী দল একত্রিত হয়েছে। আমরা বিরোধী জোটের ব্যানারে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করব। ইন্ডিয়া (I.N.D.I.A.) জোট লড়াই করবে। তৃণমূল কংগ্রেস তারই এক সৈনিকের মতো পাশে দাঁড়াবে”।

মমতার কথায়, “তৃণমূল মানে ভারতবর্ষের জয়। ‘ইন্ডিয়া’ লড়বে, তৃণমূল কংগ্রেস সৈনিকের মতো পাশে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বলে দিয়েছি, আমাদের চাওয়ার কিছু নেই। আমরা একটাই চাই- ভারত জিতবে আর বিজেপি হারবে। মোদী হারবে। এই আমাদের একটাই স্লোগান। আর কোনো দ্বিতীয় স্লোগান নেই। এই স্লোগানে ভর দিয়েই, এখন যেমন আমরা ‘জয় বাংলা’ স্লোগান তুলছি, তেমনই ২০২৪-এ আমরা ‘জয় ইন্ডিয়া’ স্লোগান তুলব”।

মণিপুর হিংসা, পঞ্চায়েত হিংসা, ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক ইস্যুতে বিজেপি-কে বিঁধেছেন মমতা। এর রেশ ধরেই তাঁর মন্তব্য, বিজেপি যদি কেন্দ্রে টানা তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরে আসে, তা হলে “দেশে গণতন্ত্র অস্তিত্ব হারাবে।”

আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে মমতা, ‘জয় ইন্ডিয়া’ স্লোগানও তুললেন তৃণমূলনেত্রী

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়